মেসির হ্যাটট্রিকে হাইতিকে এক হালি দিল আর্জেন্টিনা

লিওনেল মেসি গোল করেছেন তিনটি, করিয়েছেন আরেকটি। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলা প্রীতি ম্যাচে তাই হাইতির বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা।
Argentina
জয়ের পর মেসি। ছবি: এএফপি

লিওনেল মেসি গোল করেছেন তিনটি, করিয়েছেন আরেকটি। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলা প্রীতি ম্যাচে তাই হাইতির বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা।  

বুয়েন্স আইরেসে নিজেদের ঘরের মাঠে হাইতিকে ডেকে নিয়েছিল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার ভোরে শুরু হওয়া এই ম্যাচে এক নাগাড়ে আক্রমণ করে খেলেছে মেসিরা। মেসির হ্যাটট্রিকের সঙ্গে বাকি গোল এসেছে সার্জিও আগুয়েরোর পা থেকে।

খেলার শুরু থেকে দাপট দেখানো আর্জেন্টিনা এগিয়ে যায় ১৭ মিনিটেই। স্পট কিক থেকে প্রথম গোল করেন মেসি। 

২৫ মিনিটে ডি মারিয়ার ভুলে দ্বিতীয় গোল পায়নি স্বাগতিকরা। একচেটিয়া খেলেও বিরতির আগে হয়নি আর কোন গোলও।

বিরতির পর হাইতের রক্ষণ বেসামাল করে তুলেন মেসি-আগুয়েরোরা। ৫৮ মিনিটে লো সেলসোর হেড হাইতির গোলরক্ষক ফিরিয়ে দেওয়ার পর ফিরতে শটে গোল করেন মেসি। 

ম্যাচের ৬০ মিনিটে কিছুটা নিষ্প্রভ হিগুয়েইনের জায়গায় আগুয়েরোকে নামান সাম্পাওলি। তাতে বাড়ে আক্রমণের ধার। 

৬৬ মিনিটে ক্রিস্তিয়ান পাভোনের পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। এর মিনিট তিনেক পর তার পাস থেকে চতুর্থ গোল করেন আগুয়েরো।

বিশ্বকাপের আগে নিজেদের ঝালাইয়ের আরও সুযোগ থাকছে মেসিদের। ৯ জুন ইসরাইলের বিপক্ষে নামবে তারা। 

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা আছে ডি গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ নাইজেরিয়া, ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড।  ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ। 

Comments