আফগানিস্তান সিরিজে মোস্তাফিজের বদলি রাজু

বাম পায়ের বুড়ো আঙুলের চোটে পড়া মোস্তাফিজুর রহমানের জায়গায় আফগানিস্তান সিরিজের দলে ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার আবুল হাসান রাজু। বিসিবি জানিয়েছে শুক্রবার এই পেসার দলের সঙ্গে যোগ দেবেন।
এবার আইপিএলের শেষ ম্যাচে পা দিয়ে বল ঠেকাতে গিয়ে চোট পান মোস্তাফিজ। দেশে ফেরার পর ব্যথা বাড়লে করা হয় এক্স-রে ও সিটি স্ক্যান করে ফ্র্যাকচার ধরা পড়ে। বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান মাঠে ফিরতে অন্তত তিন থেকে চার সপ্তাহ লাগবে।
আফগানিস্তানের বিপক্ষে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ জুন। সিরিজের বাকি দুই ম্যাচ ৫ ও ৭ জুন।
দলের সঙ্গে যোগ দিয়ে অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন দেরাদুন যাচ্ছে কাল। তারপর দিন যাবেন দলে ডাক পাওয়া রাজু।
টি-টোয়েন্টির বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক) তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, আবু হায়দার, আবু জায়েদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ ও আবুল হাসান রাজু।
Comments