আচমকা পদত্যাগ করলেন জিদান
রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর এক সপ্তাহের মধ্যেই কোচের পদ থেকে আচমকা পদত্যাগ করেছেন জিনেদিন জিদান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতান ৪৫ বছর বয়সী জিদান। রিয়াল মাদ্রিদের ট্রেনিং সেন্টার ভালদেবাসে সংবাদ সম্মেলনে এই ফরাসী তারকা বলেন, 'আমি সিদ্ধান্ত নিয়েছি পরের বছর আর কাজ করব না।'
রাফায়েল বেনিটেজের কাছ থেকে ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর যেন জাদু দেখাতে থাকেন এই কোচ। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ট্রফি ধরে রাখার রেকর্ড গড়া প্রথম কোচ তিনি।
ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, পদত্যাগের আগে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই তারকা।
Comments