মাদকবিরোধী অভিযানে রাজশাহীতে আরও ২ নিহত
রাজশাহীর পবা উপজেলায় র্যাব সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরও দুজন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহতদের নাম-পরিচয় উল্লেখ না করে বার্তা সংস্থা ইউএনবি জানায় গতরাতে (৩১ মে) এই ঘটনা ঘটে।
সরকারের দেশব্যাপী মাদকবিরোধী অভিযানে গত ১৮ দিনে এই পর্যন্ত অন্তত ১২৮ জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
র্যাব-৫ এর ডিপুটি কমান্ডার মেজর এসএম আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা রাত ১১টার দিকে করমজা গ্রামে অভিযান চালায়।
আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের দিকে গুলি ছোঁড়ে বলে উল্লেখ করে তিনি জানান, এরপর ‘আত্মরক্ষার্থে’ র্যাব গুলি চালালে দুজন কথিত মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।
র্যাবের ভাষ্যমতে, আহতদের রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়।
Comments