সরকারের কাছে যেন একটাই সমাধান, 'বন্দুকযুদ্ধ': সুলতানা কামাল

দেশব্যাপী মাদকবিরোধী অভিযান চলার মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ সমালোচনা করে মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, বন্দুকযুদ্ধে সরকার সকল সমস্যার সমাধান খুঁজছে।
আজ শাহবাগে ‘পরিবেশ আন্দোলনকর্মী উত্তম হত্যার বিচার, সড়কপথে পরিবহন নৈরাজ্য ও মানুষ হত্যা বন্ধের দাবিতে’ প্রতিবাদ সভায় সুলতানা কামাল বলেন, ‘সমস্যা সমাধানে সরকারের মনে হয় এই একটিই উপায় আছে। তা হচ্ছে বন্দুকযুদ্ধ। যখন দেশে সুশাসন ও জবাবদিহির চরম অভাব হয়, তখনই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এ জাতি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে।’
গত ২১ মে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে বাসের ধাক্কার পর ট্রাকচাপায় নিহত হন পরিবেশ আন্দোলনকর্মী উত্তমকুমার দেবনাথ। এর প্রতিবাদে জাতীয় জাদুঘরের সামনে শনিবার সকালে এই সমাবেশের আয়োজন করে ২৪টি নাগরিক সংগঠন। তাতে একের পর এক নৃশংস ঘটনায় মানুষের সংবেদনশীলতার উপর প্রভাব পড়ছে বলে মনে করছেন এই মানবাধিকারকর্মী, ‘আমাদের দেশের মানুষের জীবনের কোনো মূল্য নেই, সংবেদনশীলতা ভোঁতা হয়ে গেছে। যারা দেশ পরিচালনা করছেন, এ বিষয়গুলো নিয়ে তাদের ভাবতে হবে। আমরা সচেতনতা সৃষ্টির জন্য দাঁড়িয়েছি।’
সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার কথা উল্লেখ্য করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সহ-সভাপতি সুলতানা বলেন, ‘এ দেশের মানুষ যেখানেই যাচ্ছে, মরিয়া হয়ে ছুটে যাচ্ছে। অন্যকে মাড়িয়ে কেন সামনের দিকে এগিয়ে যাওয়ার এ অসুস্থ প্রতিযোগিতা? এর কারণ পুরো সমাজে অনাচার ঢুকে পড়েছে, যার খেসারত দিচ্ছি আমরা সবাই মিলে।’
Comments