ডেইলি স্টারের ওয়েবসাইট আনব্লক করতে বিটিআরসির নির্দেশ
শুক্রবার রাত থেকে ব্লক থাকা দ্য ডেইলি স্টারের ওয়েবসাইট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে আনব্লক হয়েছে।
বিভিন্ন ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) থেকে ব্লক করায় ডেইলি স্টারের ওয়েবসাইটে ঢুকতে দেশের পাঠকরা সমস্যায় পড়ছিলেন। প্রায় ২০ ঘণ্টা ব্লক থাকার পর আজ বিকেলে বিটিআরসি ওয়েবসাইট আনব্লক করার নির্দেশ দেয়।
তবে ৫টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশের সব জায়গা থেকে ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না।
বিষয়টি যাচাই করার পর দেখা যায়, গতকাল --‘Murder’ it was—শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর ওয়েবসাইটটি ব্লক করা হয়।
আজ বিকেলে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের উদ্দেশে পাঠানো চিঠিতে বিটিআরসির পক্ষ থেকে বলা হয়, ‘কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের নিম্নোক্ত ইউআরএল ব্লক করতে বলা হয়েছিল। কিন্তু সুনির্দিষ্ট ইউআরএল ব্লক করা সম্ভব না হলে আপনাদের আইআইজিতে ডোমেইন ব্লক করতে বলা হয়নি।’
আরও পড়ুন: ব্লক করা হয়েছে ডেইলি স্টারের ওয়েবসাইট
Comments