ব্রাজিলের নতুন অধিনায়ক জেসুস
এনফিল্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে রাতে মাঠে নামছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের মূল পর্বের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে নিয়মিত অধিনায়ক নেইমারকে পাচ্ছে না তারা। তাই সেলেকাওদের নেতৃত্ব দিবেন ম্যানচেস্টার সিটি তারকা গ্যাব্রিয়েল জেসুস।
ইনজুরির কারণে গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আছেন নেইমার। দলের সঙ্গে অনুশীলনে থাকলেও এখনও শতভাগ ফিট হননি। তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নন কোচ তিতে। তবে তার খেলার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি তিনি। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারের আর্মব্যান্ড ২১ বছর বয়সী জেসুসের হাতে থাকবে বলেই জানান এ কোচ।
২০১৬ সালে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই সেলেকাওদের অধিনায়ক বার বার পরিবর্তন করে আসছেন তিতে। নতুন সংযোজন জেসুস। আর দায়িত্ব পেয়ে রীতিমতো আকাশ থেকেই পড়েছেন ম্যানসিটি তারকা, ‘আমি অধিনায়ক নির্বাচিত হয়েছি দেখে সত্যিই অনেক বিস্মিত হয়েছি। তবে এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছি। কারণ এটা অনেক বড় দায়িত্ব।’
নিজের নতুন দায়িত্ব সম্পর্কে জেসুস যোগ করে আরও বলেন, ‘আমি জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার সুযোগ পেয়েছি। কোচ আমাকে পরিষ্কার বলে দিয়েছে, মাঠে আমাকে নেতার মতো থাকতে হবে। রোববার আমি অধিনায়ক হিসেবে আমার দেশের প্রতিনিধিত্ব করবো। আমাকে দায়িত্বটা নিতে হবে। এটা সহজ নয় তবে আমাকে নিতে হবে।’
রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ‘ই’তে খেলবে ব্রাজিল। এ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। ১৮ জুন নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নেইমাররা। এরপর ২২ জুন কোস্টারিকা ও ২৮ জুন সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে দলটি। তবে এর আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেকাওরা। ১০ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
Comments