জাতীয় সংগীতের সময় ‘ভুল বোঝাবুঝি’, ব্যাখ্যা দিলেন তামিম ও মাহমুদউল্লাহ
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে এমনিতেই বিপাকে বাংলাদেশ। তারমধ্যে খেলার আগে জাতীয় সংগীতের সময় খেলোয়াড়রা সিরিয়াস ছিলেন না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রব উঠেছে। কিন্তু আসলে পুরোটাই যে ভুল বোঝাবুঝি তা পরিষ্কার করেছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
তামিম ও মাহমুদউল্লাহ নিজেদের ফেসবুক পাতায় লিখেছেন, 'রোববার প্রথম টি-টোয়েন্টি যারা টেলিভিশনে দেখেছেন, তারা কেউ কেউ জাতীয় সংগীত বাজানোর সময় বাংলাদেশি কয়েকজন খেলোয়াড়ের চেহারায় অমনোযোগ দেখে ভুল বুঝেছেন। আসলে কোন এক কারণে মাঠ থেকে আফগানিস্তানের জাতীয় সংগীত শোনা গেলেও তখন বাংলাদেশের জাতীয় সংগীত শোনা যাচ্ছিল না। খেলোয়াড়রা জাতীয় সংগীত শোনার অপেক্ষা করছিল। কিন্তু ওই সময় আবার টিভিতে দর্শকরা শুনতে পাচ্ছিলেন।’
দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামের ব্যবস্থাপনা নিয়ে বিস্তর অভিযোগ জানিয়েছেন সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকরা। সেখানকার প্রেসবক্সে ল্যাপটপ চার্জ করার ব্যবস্থা নেই, নেই ইন্টারনেট। সাংবাদিকদের সহায়তার জন্য ছিলেন না কোন স্কোরার। এমনকি ম্যাচের আগে একাদশের তালিকাও দেওয়া হয়নি। এত অব্যবস্থাপনার মধ্যে তামিম, মাহমুদউল্লাহর ব্যাখ্যা যথেষ্ট সঙ্গতিপূর্ণ।
Comments