এবার বক্সার হবেন ‘রাজা রতন সিং’

Shahid Kapoor
অভিনেতা শহিদ কাপুর। ছবি: সংগৃহীত

পরিচালক সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবত’-এ রাজপুত রাজা রতন সিং-এর চরিত্রে অভিনয় করেছিলেন শহিদ কাপুর। এবার তাঁকে দেখা যাবে বক্সারের চরিত্রে। সে জন্যে কঠোর পরিশ্রম করতে হচ্ছে তাঁকে।

ভারতীয় গণমাধ্যম জানায়, ‘হায়দার’ অভিনেতাকে দেখা যাবে ‘এয়ারলিফট’-এর পরিচালক রাজা কৃষ্ণ মেননের পরবর্তী চলচ্চিত্রে। খেলাধুলা-ভিত্তিক এই ছবিটিতে পাওয়া যাবে একজন উৎসাহী বক্সারের উত্থান ও পতনের গল্প।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ডিএনএ জানায়, মেননের আগামী চলচ্চিত্রে অভিনয় করবেন শহিদ। তিনি অভিনয় করবেন একজন বক্সারের ভূমিকায়। সেজন্যে কঠোর প্রশিক্ষণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।

সংবাদমাধ্যমটির বরাত দিয়ে ডেকান ক্রনিকলের এক প্রতিবেদনে আজ (৫ জুন) বলা হয়, “বক্সিংয়ের কৌশলগুলো শিখে নেওয়ার চেষ্টা করছেন শহিদ কাপুর। সেই অনুযায়ী নিজের শারীরিক যোগ্যতার দিকে নজর দিচ্ছেন তিনি, যাতে চরিত্রটিকে ফুটিয়ে তোলা যায়।”

উল্লেখ্য, শহিদ বর্তমানে পরিচালক নারায়ণ সিংয়ের ‘বাত্তি গুল মেটের চালু’-র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই চলচ্চিত্রে তিনি শ্রদ্ধা কাপুরের বিপরীতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও, গত বছরের তেলেগু চলচ্চিত্র ‘অর্জুন রেড্ডি’-র হিন্দি রিমেকে অভিনয়ের বিষয়টিও নিশ্চিত করেছেন বলিউডের এই ‘রোমিও রাজকুমার’।

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

27m ago