ভ্যাটের আওতায় আসছে প্রসাধন সামগ্রী
বাজেটে প্রসাধন সামগ্রীকে ভ্যাটের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।
এছাড়াও ছেলেদের শেভিং ক্রিম, আফটার শেভ, গোসলের সুগন্ধি উপকরণ (বাথ সল্ট) ওয়াশরুম ফ্রেশনারের মত পণ্যে বাড়তি ভ্যাট আরোপের প্রস্তাব এসেছে। প্রসাধনী সামগ্রীতে ১০ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
সিরামিকের বাথটাব, জ্যাকুইজি, শাওয়ার ও শাওয়ার ট্রের ভ্যাট ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
Comments