ভূমিকম্পজনিত ঝুঁকি ব্যবস্থাপনায় ৩০০ কোটি টাকা বরাদ্দ
ভূমিকম্পজনিত ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ৩০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
আজ জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ঢাকা মহানগর এলাকায় ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ভবনসমূহ চিহ্নিত করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সেই সঙ্গে, ভূমিকম্প সহিষ্ণু ভবন নির্মাণ বিষয়ে প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, স্থপতি এমনকি নির্মাণ শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।
ভূমিকম্প প্রতিরোধে দীর্ঘমেয়াদি প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা মহানগরীর ১ হাজার ৫২৮ বর্গ কিলোমিটার এলাকার জন্য মাইক্রোজোনেশন ম্যাপ তৈরি, ব্যাংকের মাধ্যমে পোশাক কারখানাগুলোর নির্মাণ ও রেট্রোফিটিং এর জন্য গণপূর্ত অধিদপ্তরের কারিগরি সহায়তাসহ ৬ শতাংশ সুদে ঋণ প্রদান, ঢাকার মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট এর জন্য ভূমিকম্প নিরোধী এবং শক্তিসাশ্রয়ী গ্রীন বিল্ডিং নির্মাণ ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
Comments