এবার ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের ফ্রেড

এমনিতেই ব্রাজিলের খেলোয়াড়দের ইনজুরির তালিকা অনেক বড়। বৃহস্পতিবার সে তালিকা আরও লম্বা করেছে মিডফিল্ডার ফ্রেডের ইনজুরি। অনুশীলনে একটি ট্যাকেল করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছেন সদ্য ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া এ মিডফিল্ডার।
fred
চোটের পর প্রাথমিক চিকিৎসায় ফ্রেড। ছবি : রয়টার্স

এমনিতেই ব্রাজিলের খেলোয়াড়দের ইনজুরির তালিকা অনেক বড়। বৃহস্পতিবার সে তালিকা আরও লম্বা করেছে মিডফিল্ডার ফ্রেডের ইনজুরি। অনুশীলনে একটি ট্যাকেল করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছেন সদ্য ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া এ মিডফিল্ডার।

লন্ডনে টটেনহ্যামের মাঠে বেশ কিছু দিন থেকেই অনুশীলন করছে ব্রাজিল দল। সেখানে আগের দিন অনুশীলনে রিয়াল মাদ্রিদ তারকা কাসেমিরোর সঙ্গে ট্যাকেল করতে গিয়ে আঘাত পান ফ্রেড। সাথে সাথেই লুটিয়ে পড়েন তিনি। এরপর বেশ লম্বা সময় গোড়ালিতে বরফ দেন তিনি। প্রাথমিকভাবে চোটের মাত্রা খুব গুরুতর নয় বলেই জানিয়েছেন ব্রাজিল দলের কোচ তিতে।

তবে শুক্রবার স্ক্যান করার পরই চোটের মাত্রা জানা যাবে বলে জানান দলের চিকিৎসক রদ্রিগো লাসমার, ‘আজ (বৃহস্পতিবার) ফ্রেড গোড়ালিতে চোট পেয়েছেন। কিন্তু এখনই এ নিয়ে কোনো কিছু বলা খুব দ্রুত হয়ে যায়। আগামীকাল কি ঘটে আমরা পর্যবেক্ষণ করব এবং তারপর সিদ্ধান্ত নেব কোন পরীক্ষা করার প্রয়োজন আছে কি-না।’

এদিকে তিন মাস মাঠের বাইরে থাকার পর সদ্যই ইনজুরি থেকে ফিরেছেন অধিনায়ক নেইমার। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নেমেছেন। তবে ইনজুরির কারণে সেদিন ছিলেন না ডগলাস কস্তা ও রেনাতো অগাস্তো। এছাড়া কিছুটা সমস্যা আছে স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসেরও।

মূল পর্বে মাঠে নামার আগে আগামী রোববার শেষ প্রীতি ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। রাশিয়ায় এবার  ‘ই’ গ্রুপে খেলবে নেইমারবাহিনী। এ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। ১৭ জুন সুইসদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন। এরপর ২২ জুন কোস্টারিকা ও ২৮ জুন সার্বিয়ার বিপক্ষে খেলবে সেলেকাওরা।

Comments