বরখাস্ত হতে পারেন দরিভাল, ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে কে?

Dorival Junior, Carlo Ancelotti and Filipe Luis

চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলকে মনে হয়েছে ছোট কোন দল। হতশ্রী পারফরম্যান্সে ছন্নছাড়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা হজম করে চার গোল, খেলায় বিন্দুমাত্র লড়াইয়ের অবস্থাও ছিলো না তাদের। এই বিপর্যয়ের পর প্রধান কোচ হিসেবে দরিভাল জুনিয়রকে বাদ দেওয়ার দাবি উঠেছে। সম্ভবত আসছে জুনেই আসতে পারে এমন বদল।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, চেলসির প্রাক্তন ডিফেন্ডার ফিলিপ লুইজ দরিভাল জুনিয়রের স্থলাভিষিক্ত হয়ে ব্রাজিলের প্রধান কোচ হওয়ার দৌড়ে আছেন।

দক্ষিণ আমেরিকান অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে চার নম্বরে আছে ব্রাজিল। এখনো বিশ্বকাপের জন্য সেরা ছয় দলে থাকা নিশ্চিত হয়নি তদের। মঙ্গলবার রাতে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে পরাজিত হওয়ার পর দলটির মনোবল তলানীতে।

এই পরাজয়ের ফলে ব্রাজিলের প্রধান কোচ দরিভালের ওপর চাপ বেড়েছে, যিনি গত নভেম্বরে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে দুটি ড্র এবং গত সেপ্টেম্বরে প্যারাগুয়ের কাছে হারের পর থেকে সমালোচনার মুখে ছিলেন।

ব্রাজিলিয়ান গণমাধ্যম  গ্লোবোর মতে, আগামী বিশ্বকাপের আগে দরিভালের স্থলাভিষিক্ত হওয়ার জন্য কার্লো আনচেলত্তি এখনও ব্রাজিলের প্রথম পছন্দ।

দাবি করা হচ্ছে যে আনচেলত্তি ব্যক্তিগতভাবে ব্রাজিল দলের দায়িত্ব নিতে রাজি, কিন্তু এই ইতালিয়ানের রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি রয়েছে যা আগামী মৌসুমের শেষে শেষ হবে।

ব্রাজিল আনচেলত্তির বিকল্প হিসেবে অন্যান্য নামও বিবেচনা করছে এবং এক্ষেত্রে ফিলিপ লুইজের নাম বেশ জোরালোভাবে উঠে এসেছে। অ্যাটলেটিকো মাদ্রিদ ও চেলসির প্রাক্তন এই লেফট-ব্যাক ফ্ল্যামেঙ্গোর ম্যানেজার হিসেবে তার কর্মজীবন শুরু করেছেন এবং সেখানে তিনি বেশ ভালো করছেন।

২০২৩ সালে অবসর নেওয়া ৩৯ বছর বয়সী লুইজ গত সেপ্টেম্বরে ফ্ল্যামেঙ্গোর প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে ইতিমধ্যেই তিনটি ট্রফি জিতেছেন।

ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ) দরিভালের উত্তরসূরিকে যথেষ্ট সময় হাতে রেখে জাতীয় দলের সঙ্গে কাজ করাতে চায়, কিন্তু এই গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপ, যা জুন মাসে শুরু হবে, সে কারণে তাৎক্ষণিকভাবে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আনচেলত্তি এবং ফিলিপ লুইজ উভয়েই এই টুর্নামেন্টে ম্যানেজারের দায়িত্ব পালন করবেন।

গ্লোবো আর্জেন্টিনার কাছে পরাজয়ের পর ব্রাজিলের ড্রেসিংরুমের পরিস্থিতিকে 'হতাশা ও বিষণ্ণতার স্থান' হিসেবে বর্ণনা করেছে।

হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজের করা গোলের সুবাদে আর্জেন্টিনা শুরুতে এগিয়ে গিয়েছিল, এরপর ব্যবধান কমান ম্যাথেউস কুনহা।

বিরতির আগে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করে আর্জেন্টিনার দুই গোলের লিড পুনরুদ্ধার করেন এবং ৭১ মিনিটে জুলিয়ান সিমিওনে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।

কোণঠাসা ব্রাজিল আগামী জুনে তাদের পরবর্তী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে খেলবে।

২০২৪ সালের জানুয়ারিতে দরিভাল ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে দলটি ১৬টি ম্যাচের মধ্যে সাতটিতে জয়, সাতটিতে ড্র এবং দুটিতে হেরেছে। গত বছরের কোপা আমেরিকায় ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরেছিল।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago