টানা চার জয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপে গিয়ে কেবল প্রথম ম্যাচটাই শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। তারপর থেকে ছুটছে জয়রথ। পাকিস্তান, ভারত, থাইল্যান্ডের পর মালয়েশিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সালমা খাতুনের দল।
শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে স্বাগতিক মেয়েদের ৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে টাইগ্রেসরা। যেকোন পর্যায়ের বাংলাদেশের মেয়েদের ফাইনালে যাওয়ার ঘটনা এটাই প্রথম।
টস জিতে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করে বাংলাদেশ। জবাবে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬০ রান করতে পারে মালয়েশিয়া।
বাংলাদেশের হয়ে শামীমা সুলতানা সর্বোচ্চ ৪৩ রান করেন। আয়েশা রহমানের ব্যাট থেকে আসে ৩১ রান। মাত্র ১২ বলে ২৬ রান করেন ফাহিমা খাতুন।
বল হাতে এদিনও সেরা ছিলেন লেগ স্পিনার রুমানা আহমেদ। ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে নেন ৩ উইকেট। তবে ব্যাট হাতে ৪৩ রান করা ওপেনিং ব্যাটার শামিমা সুলতানাই হয়েছেন ম্যাচ সেরা।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। যাদের অবশ্য গ্রুপ পর্বেই হারিয়েছে সালমা খাতুনের দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৩০/৪ (শামিমা ৪৩, আয়েশা ৩১, ফারজানা ৭, সানজিদা ১৫, ফাহিমা ২৬*, জাহানারা ২*; দুরাইসিঙ্গাম ২/১৯, শাশা ১/২৯)।
মালেয়েশিয়া: ২০ ওভারে ৬০/৯ (দুরাইসিঙ্গাম ১৭, ইয়াকপ ১১; জাহানারা ১/৯, সালমা ১/৯, নাহিদা ১/১৩, খাদিজা ১/৮, রুমানা ৩/৮, ফাহিমা ০/৯)
ফল: বাংলাদেশ ৭০ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শামিমা সুলতানা
Comments