সালমাদের জয়ে তামিমদের উল্লাস (ভিডিও)

শেষ বলে বাংলাদেশের মেয়েদের যখন দরকার ২ রান। কেউ বলছেন ওয়াইড হবে, কেউ বলছেন চার। তামিম ইকবাল জাহানারা আলমের শট দেখেই চিৎকার করে বললেন দুই রান হয়ে যাবে, দুই রান হয়ে যাবে। সত্যিই দুই রান হয়ে যাওয়ার পর উল্লাসে ফেটে পড়লেন সবাই।

রোববার মেয়েদের এশিয়া কাপের টান টান উত্তেজনাময় ফাইনালে ভারতে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। টিভি পর্দায় বাকি দর্শকদের মতো অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবালরাও। উত্তেজনার ওই মুহূর্তের ওই ভিডিও ফেসবুকে পোস্ট করে তামিম লিখেছেন, ‘ওয়েল ডান গার্লস’

আফগানিস্তানের কাছে সিরিজ হেরে আসার পর বাংলাদেশ দল প্রস্তুত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য।  মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে অনুশীলন। তার ফাঁকেই মেয়েদের খেলা দেখতে ভুল করেননি তামিমরা।

মেয়েদের এশিয়া কাপে ভারত ছাড়া কেউ কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সেই তালিকায় নাম উঠালো বাংলাদেশ। ছেলে-মেয়ে সব মিলিয়ে কোন এশিয়া কাপে এই প্রথম চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখালো বাংলাদেশ।  এশিয়া কাপ তো নয়ই, এর আগে  নারী-পুরুষ মিলিয়ে কখনো কোন আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপাও জেতেনি বাংলাদেশ। ছেলেরা দুবার ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হতে না পারলেও প্রথমবার  ফাইনালে উঠেই জিতেছে সালমা খাতুনের দল।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago