অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকছেন নেইমার
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে রোববার মাঠে নামছে ব্রাজিল। নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে এদিন প্রতিপক্ষ অস্ট্রিয়া। আর এ ম্যাচ দিয়েই পিএসজি সুপারস্টার নেইমার শুরুর একাদশে খেলবেন বলে জানিয়েছেন দলের প্রধান কোচ তিতে।
কদিন আগেই ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলেছেন নেইমার। তবে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন দ্বিতীয়ার্ধে। দারুণ একটি গোলও দিয়েছিলেন। কিন্তু দলের সেরা তারকাকে শুরু থেকেই চায় ব্রাজিল। অস্ট্রিয়ার বিপক্ষেই প্রথম একাদশে থাকছেন নেইমার।
তবে নেইমারকে খেলানো নিয়েও কিছুটা হলেও শঙ্কায় তিতে। তারপরও ঝুঁকিটা নিচ্ছেন এ কোচ, ‘আবেগময় দৃষ্টিতে এ ম্যাচটি আমাদের জন্য অনেক কঠিন। কারণ বিশ্বকাপের আর মাত্র এক সপ্তাহ বাকি। এর আগে এসব ম্যাচে ইনজুরির ঝুঁকি থেকেই যায়। এমনকি আত্মবিশ্বাসেও ঘাটতি এনে দিতে পারে। তবে এটা নিশ্চিত সে (নেইমার) শুরু থেকে থাকছে। এবং আগের ম্যাচের চেয়ে বেশি সময় খেলবে।’
তবে নেইমারকে অহেতুক কোন ধরণের ঝুঁকি নিতে বারণ করেছেন তিতে, ‘আমি তাকে প্রতিপক্ষের ট্যাকল এড়িয়ে যেতে বলেছি। কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেও বারণ করেছি। এখন দ্রুত সেরে ওঠার সেরা উপায় হলো কঠিন ও ভালো মানের অনুশীলন।’
গত ফেব্রুয়ারিতে লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে ডান পায়ের হাড় ভেঙ্গে যায় নেইমারের। এরপর ৩ মার্চ ব্রাজিলের একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয় তার। এরপর লম্বা পুনর্বাসন প্রক্রিয়া শেষে গত সোমবার ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামেন তিনি।
রাশিয়া বিশ্বকাপের পর্দা ১৪ জুন থেকে উঠলেও ব্রাজিলের বিশ্বকাপ শুরু হবে ১৮ জুন। সেদিন নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নেইমাররা। এরপর ২২ জুন কোস্টারিকা ও ২৮ জুন সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে দলটি।
Comments