সালমা-জাহানারার এই দৌড় আর থামবে না: মাশরাফি

Mashrafee Mortaza
ছবি: ফিরোজ আহমেদ (ফাইল)

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জেতার জন্য যখন দরকার ১ বলে ২ রান, তখন অধীর আগ্রহে মিরপুরে ড্রেসিং রুমে টিভির সামনে ছিলেন মাশরাফি মর্তুজারা। জাহানারার মিড অনে ঠেলে দিয়ে দুই রান নিতেই করেছেন উল্লাস, তাদের উচ্ছ্বাসের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার নিজের ফেসবুক পাতায় বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক দিয়েছেন প্রতিক্রিয়া।

বাংলাদেশকে অনেক ম্যাচ জেতানোর কারিগর মাশরাফি মেয়েদের এশিয়া কাপ জেতাকে তুলনা করেছেন ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জেতার সঙ্গে। তার মতে এখান থেকেই শুরু হবে বাংলাদেশের বাঁক বদলের পালা, ‘৯৭ সালের শান্ত ভাই আর পাইলট ভাইয়ের দৌড়ের পর আমার মতো অনেকেই আজ দৌড়ায়, আর এই ২০১৮ এর সালমা আর জাহানারার দৌড় দেখে বাংলাদেশে ঘরে ঘরে অনেকেই দৌড়ানোর অপেক্ষায় আছে, যে দৌড় চলবে তো চলবে আর থামবে না ইনশাল্লাহ.........আজ শুধু অভিনন্দন অনেক কম আপনাদের জন্য বাংলাদেশ’

রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক ক্রিকেটে ছেলে-মেয়ে মিলিয়ে বাংলাদেশের কোন দলের এটাই প্রথম শিরোপা।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

14h ago