খালেদার জামিন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুটি মানহানি মামলার জামিন আবেদন দ্রুত নিষ্পত্তির জন্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতগুলোকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
হাইকোর্টের দুটি নির্দেশের বিরুদ্ধে সরকারের দুটি পৃথক লিভ টু আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগের বিচারপতি হাসান ফিরোজ সিদ্দিকী আজ (১১ জুন) এই নির্দেশ দেন।
মানহানি মামলায় খালেদার জামিন আবেদনের দ্রুত শুনানি শেষ করে তা নিষ্পত্তি করতে হাইকোর্ট গত ৩১ মে ঢাকার সংশ্লিষ্ট বিচারিক আদালতকে নির্দেশ দেন।
হাইকোর্টের সেই আদেশকে চ্যালেঞ্জ করে সরকার আজ সকালে সুপ্রিম কোর্টে আপিলের অনুমতি চেয়ে (লিভ টু আপিল) আবেদন করে।
লিভ টু আপিল-এর শুনানি শেষে সুপ্রিম কোর্ট চেম্বার জজ সংশ্লিষ্ট আদালতকে খালেদার জামিন আবেদনের দ্রুত শুনানি এবং সেই মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়ার পাশাপাশি লিভ টু আপিল আবেদন আগামী ২৫ জুন শুনানির জন্যে সুপ্রিম কোর্টের পূর্ণ বেঞ্চের কাছে পাঠিয়ে দেন।
অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা দ্য ডেইলি স্টারকে বলেন, সংশ্লিষ্ট ম্যাজিট্রেট আদালত সিদ্ধান্ত নিবেন কবে তারা খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি করবেন।
Comments