খালেদাকে আপাতত হাসপাতালে নেওয়া হচ্ছে না
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হচ্ছে না। ইউনাইটেড হাসপাতাল ছাড়া অন্য কোনো হাসপাতালে না যাওয়ার ব্যাপারে তিনি অনড় থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন দ্য ডেইলি স্টারকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা অন্তরীণ খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সকাল থেকেই প্রস্তুত ছিল বিএসএমএমইউ। সেই অনুযায়ী হাসপাতালের আশপাশে নিরাপত্তাও জোরদার করা হয়েছিল। কিন্তু খালেদা জিয়া এই হাসপাতালে আসতে অস্বীকৃতি জানানোর পর বিএসএমএমইউ’র আশপাশ থেকে সরে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গত শনিবার কারাগারে বিএনপি চেয়ারপারসনকে দেখতে গিয়েছিলেন তার ব্যক্তিগত চার জন চিকিৎসক। সেখান থেকে এসে চিকিৎসক দলে থাকা ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, মঙ্গলবার খালেদা জিয়া হঠাৎ করে পড়ে গিয়েছিলেন। তিনি ওই সময়টার কথা বলতে পারছেন না। তার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে বলে তারা ধারণা করছেন। বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে কারাগারের বাইরে বিশেষায়িত একটি হাসপাতালে ভর্তি করা দরকার।
এর পরদিন রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেন, খালেদা জিয়ার কোনো মাইল্ড স্ট্রোক হয়নি। তার রক্তের সুগার ফল করেছিল। চিকিৎসকরা মনে করলে কারাগারের বাইরে নিয়ে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণার পর ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা।
Comments