‘সেভেন আপ’ কাণ্ড বদলে দিয়েছে ব্রাজিলকে
ঘরের মাঠে বিশ্বকাপ। জিতলেই ফাইনাল। কিন্তু এমন ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হয়ে গেলো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। জার্মানির কাছে ৭-১ গোলের হারের কষ্ট আজও ভুলতে পারেনি সেলেকাওরা। তবে এর থেকে সঠিক শিক্ষাটা ঠিকই নিয়েছেন বলে মনে করেন দলের অন্যতম সেরা খেলোয়াড় থিয়াগো সিলভা।
আসলে সে ম্যাচের আগেই ধাক্কাটা খেয়েছিলো ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে কলোম্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন দলের সেরা তারকা নেইমার। আর অহেতুক একটি ফাউল করে হলুদ কার্ড দেখে সেমিফাইনালে নিষিদ্ধ হন অধিনায়ক সিলভা। তাতেই দুর্বল হয়ে পড়ে ব্রাজিলের রক্ষণভাগ।
ফলে নিজেদের মাঠে সেরা শৈলী উপহার দেওয়া তো দূরের কথা উল্টো ঘাবড়ে গিয়ে খেয়ে বসে ৭ গোল। তাই ‘সেভেন আপ’ দুয়োটা শুনতে হচ্ছে আজও। তবে সে ঘটনা তাদের বদলে দিয়েছে বলেই মনে করেন সিলভা, ‘২০১৪ সালের সে ঘটনার পর আমাদের শিক্ষাটা অনেক বড় ছিলো। আমরা আশা করি ব্রাজিল জাতীয় দলে ২০১৮ বিশ্বকাপ থিয়াগো সিলভার জন্য ভিন্ন কিছু।’
জার্মানির বিপক্ষে বিধ্বস্ত হওয়াকে শিক্ষা হিসেবেই নিয়েছেন সিলভা। এতে সেলেকাওরা সঠিক পথটা বুঝতে পেরেছেন বলেই মনে করেন তিনি, ‘ব্যক্তিগত কিংবা পেশাদার জীবনে প্রতিদিনই আপনি নতুন কিছু শিখবেন। এমনকি মানসিকভাবেও। কারণ অনুভূতিগুলোও খুব গুরুত্বপূর্ণ।’
এমনকি সে ঘটনা ভুলে যাওয়ারও চেষ্টা করেননি সিলভা, ‘অনেক সময় আমরা এসব বদলানোর চেষ্টা করি, কিন্তু পারি না। তবে ব্যক্তিগতভাবে আমি কিছু বদলাতে চাই না। এটা প্রকৃতিগত ভাবে হয়ে যায়। ভালো কিংবা মন্দ, তবে প্রাকৃতিক ভাবেই হয়। আমাদের জানতে হবে আমাদের কান্না কারো প্রাপ্য নয়। আপনাকে সঠিক জিনিসটা জানতে হবে, কেউ বিদ্রূপ করলেও।’
রাশিয়া বিশ্বকাপের অন্যতম দাবিদার ব্রাজিল। দলও আর নেইমারের উপর নির্ভরশীল নয়। প্রতিটি বিভাগেই রয়েছে দারুণ সব খেলোয়াড়। দারুণ ছন্দেও দলটি। তাই এবার বিশ্বকাপটাই চাই সিলভার, ‘আমাদের লক্ষ্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া। তবে এর জন্য আমাদের লম্বা পথ পাড়ি দিতে হবে।’
Comments