সুস্থ রয়েছেন এটিএম শামসুজ্জামান

আবারো গুজব উঠেছিলো স্বনামধন্য অভিনেতা এটিএম শামসুজ্জামানকে নিয়ে। দেশের একটি স্যাটেলাইট চ্যানেলে এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর আজ (১২ জুন) প্রচারিত হলে এ নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়।

আবারো গুজব উঠেছিলো স্বনামধন্য অভিনেতা এটিএম শামসুজ্জামানকে নিয়ে। দেশের একটি স্যাটেলাইট চ্যানেলে এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর আজ (১২ জুন) প্রচারিত হলে এ নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়।

নিজের মৃত্যু নিয়ে গুজবের খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ভিডিও বার্তা পোস্ট করেন ‘দায়ী কে?’-খ্যাত অভিনেতা।

একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “৭১ চ্যানেল, বাংলাদেশের অনেক চ্যানেলের মধ্যে অন্যতম। তারা আমাকে বাসায় না ফোন করে... যারা এমনি ৮/৯ বার আমাকে মারলো। তাদের কথা আলাদা। তারা মাদকাসক্ত। কিন্তু ৭১ এর মতো একটা জনপ্রিয় চ্যানেলে এ ধরণের নিউজ হবে কেন? এটাতো আমার মাথায় ধরে না।…. বাসায় একটা ফোন করলেও পারতো।”

দ্য ডেইলি স্টারকে অভিনেতার স্ত্রী রুনি জামান জানান যে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ভালো রয়েছেন। রমজান উপলক্ষে তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছেন।

স্বামীর সুস্বাস্থ্যের জন্যে সবার দোয়াও কামনা করেন রুনি জামান।

এদিকে, জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা শক্তিমান অভিনেতা এটিএম শামসুজ্জামানের কথিত মৃত্যু নিয়ে একাত্তর টিভির প্রতিবেদনের জন্যে ক্ষমা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

Comments