বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দায়িত্বে আর্জেন্টাইন রেফারি
স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে প্রথম ম্যাচের জন্য পিতানার সহকারী হিসেবে থাকছেন তারই স্বদেশী হুয়ান পাবলো বেলাত্তি ও হার্নান মাইদানা। আর ফোর্থ অফিশিয়াল হিসেবে থাকছেন ব্রাজিলের সান্দ্রো রিচ্চি।
এছাড়া মূল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে থাকছেন ইতালির ম্যাসিমিলিয়ানো ইরাতি। তার তিনজন সহকারী হিসেবে থাকবেন আর্জেন্টিনার মাউরো ভিগ্লিয়ানো, চিলির কার্লোস আস্ত্রোজা ও ইতালির ড্যানিয়েল ওর্সাতো।
নর্বার্তো কোয়েরেজ্জার পর মাত্র দ্বিতীয় আর্জেন্টাইন রেফারি হিসেবে দুটি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করা রেফারি হতে যাচ্ছেন পিতানা। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ফ্রান্স-জার্মানি কোয়ার্টার ফাইনাল সহ মোট চারটি ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। দক্ষিণ আমেরিকার অন্যতম অভিজ্ঞ রেফারি এই পিতানা। রেফারি হিসেবে আর্জেন্টাইন লিগে তার অভিষেক ২০০৭ সালে, প্রথম আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা হয় ২০১০ সালে।
এছাড়া ব্রাজিলে অনুষ্ঠেয় গত অলিম্পিকে জার্মানি-নাইজেরিয়ার সেমিফাইনালেও রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এরপর ২০১৭ কনফেডারেশন্স কাপে জার্মানি-মেক্সিকোর মধ্যকার সেমিফাইনালেও রেফারি হিসেবে ছিলেন তিনি।
Comments