গরু বিক্রি করে প্রোজেক্টর কিনলেন ব্রাজিল সমর্থক!
বিশ্বকাপে নিজের প্রিয় দলকে সমর্থন দিতে কত অদ্ভুত কাজই না করেন ফুটবলপ্রেমীরা। তবে রফিক ইসলাম নামের এক ব্রাজিল সমর্থক যা করেছেন, তাতে চমকে যেতে পারেন অনেকেই। নিজের প্রিয় দল ব্রাজিলের খেলা সবার সাথে মিলেমিশে উপভোগ করার জন্য নিজের গরু বিক্রি করে প্রোজেক্টর কিনেছেন তিনি!
এমন পাগলাটে সমর্থনের কারণ জানাতে গিয়ে লক্ষ্মীপুরের খোলাবাড়িয়া গ্রামের অধিবাসী রফিক জানিয়েছেন, ‘গত বিশ্বকাপে ব্রাজিল সমর্থনের জন্য অনেক অপমান সহ্য করতে হয়েছিল আমাকে। এক জায়গায় টিভিতে খেলা দেখতে গিয়েছিলাম, তারা ৫টাকা করে নিচ্ছিল। আমি ব্রাজিল সমর্থক জেনে আমাকে তারা বের করে দেয়। তাই এবার প্রতিজ্ঞা করেছিলাম, ফুটবলপ্রেমীদের জন্য একটি প্রোজেক্টর কিনে দেব।’
রফিক তার গরুটি বিক্রি করেন ৭৮ হজার টাকা দিয়ে। এরমধ্যে ৪৩ হাজার টাকা দিয়ে কেনেন একটি প্রোজেক্টর।ব্রাজিলের প্রতি রফিকের এমন ভালোবাসায় আপ্লুত ওই গ্রামেরই অধিবাসী আব্দুল মান্নান। বলেছেন, ব্রাজিলকে ভালোবেসে নিজের গরু বিক্রি করে দিতে পারে, এমন সমর্থক পেয়ে আমরা খুব খুশি।
আরেক অধিবাসী ইউসুফ আলী বলেছেন, প্রথমবারের মতো বড় পর্দায় খেলা দেখতে পারবেন, সে কারণে তারা ভীষণ উত্তেজিত।
Comments