বিশ্বকাপে যেখানে আগেভাগেই ‘চ্যাম্পিয়ন’ জার্মানি

রাশিয়া বিশ্বকাপে জার্মানি চ্যাম্পিয়ন হতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। তবে এক দিক থেকে বিশ্বকাপ শুরুর আগেই ‘চ্যাম্পিয়ন’ হয়ে গেলো বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর্শক রাশিয়ায় আসছেন জার্মানি থেকেই।
রাশিয়া জড়ো হয়েছেন বিপুল পরিমাণ জার্মান সমর্থক। ছবি: রয়টার্স

রাশিয়া বিশ্বকাপে জার্মানি চ্যাম্পিয়ন হতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। তবে এক দিক থেকে বিশ্বকাপ শুরুর আগেই ‘চ্যাম্পিয়ন’ হয়ে গেলো বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর্শক রাশিয়ায় আসছেন জার্মানি থেকেই।

বৈশ্বিক পর্যটন সংস্থা ট্রাভেলপোর্টের হিসাব অনুযায়ী, ফ্লাইট বুকিংয়ের দিক থেকে সবচেয়ে বেশি সংখ্যক দর্শক আসছেন জার্মানি থেকে। নিজেদের দলকে পরপর দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হতে দেখার আশায় গত বছরের চেয়ে ১৬ হাজার ২১৩ জন বেশি জার্মান সমর্থক আসছেন রাশিয়ায়, শতাংশের দিক থেকে যা ৪৪ শতাংশ বেশি। সব মিলিয়ে এবার প্রায় ৬২ হাজার দর্শক রাশিয়ার বিমানের টিকিট কেটেছেন।

বিশ্বকাপের সময়ে রাশিয়া ভ্রমণে আসার তালিকায় জার্মানির পরে আছে চীন, যারা এই বিশ্বকাপেই নেই। এরপর আছেন স্পেন ও ব্রাজিল। আর্জেন্টিনা আছে তালিকার ষষ্ঠ স্থানে, তবে তাদের দর্শক বৃদ্ধির হারটা চোখ কপালে তুলে দেয়ার মতো। গত বছর যেখানে ৬০০ জনেরও কম আর্জেন্টাইন রাশিয়া বেড়াতে এসেছিলেন, এবার সেখানে ফুটবল দেখতে প্রায় ৭ হাজার সমর্থকের সমাগম হতে যাচ্ছে রাশিয়ায়, গত বছরের তুলনায় যা ৯৩৯ শতাংশ বেশি! লিওনেল মেসির হাতে বিশ্বকাপ দেখার আশায়ই যে এত ভক্তের আগমন ভ, তা আর আলাদা করে না বললেও চলে।

তালিকার সপ্তম স্থানে থাকা ইংল্যান্ড থেকে পুতিনের দেশে আসছে প্রায় ৩৩ হাজার সমর্থক, যা কি না সংখ্যায় অস্ট্রেলিয়ান সমর্থকদের চেয়েও কম। তবে বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দল না থাকলেও মার্কিন সমর্থকের অভাব হবে না রাশিয়ায়। এখনো পর্যন্ত সাড়ে তের হাজারেরও বেশি মার্কিন সমর্থক রাশিয়ায় আসার টিকিট কেটেছেন। বিশ্বকাপে নেই এমন দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমর্থক আসছেন যুক্তরাষ্ট্র থেকেই।

ট্রাভেলপোর্টের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা স্টিফেন শারক বলেছেন, ‘জার্মান সমর্থকেরা নিশ্চিতভাবেই আশাবাদী, তাদের দল রাশিয়ায় শিরোপা ধরে রাখতেই আসছে। এছাড়া দূরত্ব যে কোন বাধা নয়, ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকেরাও তা প্রমাণ করে দিয়েছেন। সাধারণ সময়ের তুলনায় প্রায় ১ হাজার শতাংশ বেশি পর্যটক আসছেন এই দুটি দেশ থেকে।’  

Comments

The Daily Star  | English

Metro rail launches Friday operations

Trains will leave Uttara North Station for Motijheel between 3:30pm and 9:00pm every Friday

38m ago