জমকালো আয়োজনে শুরু হলো বিশ্বকাপ ফুটবল

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর বিশ্বকাপ ফুটবলের। এবার ২১তম আসরের উদ্বোধন ঘোষণা করেন স্বাগতিক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর বিশ্বকাপ ফুটবলের। এবার ২১তম আসরের উদ্বোধন ঘোষণা করেন স্বাগতিক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮.৩০ এ প্রথম ও ফাইনাল ম্যাচের ভেন্যু মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শুরু হয় ২০ মিনিটের  উদ্বোধনী অনুষ্ঠান।তারপরও টুর্নামেন্ট শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন পুতিন। বক্তব্য রাখেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। 

এবারের অনুষ্ঠান মাতান জনপ্রিয় সঙ্গীত তারকা রবি উইলিয়ামস,  তাঁর সুরের জাদুর সঙ্গে যোগ দেন জনপ্রিয় রুশ সঙ্গীতশিল্পী আইদা গারিফুলিনা। আর ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফুটবলারদের প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক রোনাল্ডো লিমা।

অপেরা সঙ্গীতশিল্পী প্লাসিডো ডমিঙ্গো ও পেরুভিয়ান সঙ্গীতশিল্পী হুয়ান ডিয়েগো ফ্লোরেজও মাতিয়েছেন মঞ্চ।

৫০০ নৃত্যশিল্পী ও জিমন্যাস্ট নানান রকম বর্ণীল পারফরম্যান্সে তোল ধরেন রুশ সংস্কৃতি।

উদ্বোধনী অনুষ্ঠানের পরই শুরু হয় সৌদি আরব ও রাশিয়ার মধ্যকার প্রথম ম্যাচ।

 

Comments