রাশিয়ার বড় জয়; পাল্টে যেতে পারে গ্রুপ ‘এ’ এর সমীকরণ

শক্তিমত্তা বিবেচনায় এবারের বিশ্বকাপের গ্রুপ ‘এ’ কে বলতে হবে অন্যতম সহজ গ্রুপ। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সবচেয়ে কম র্যাঙ্কিংধারী দুটি দল ছিলো এ গ্রুপে। তাই বাকি দুই দল সহজেই শেষ ষোলোতে উঠে যাবে, এমনটাই হয়তো ভেবে রেখেছিলেন অনেকে। কাভানি-সুয়ারেজের উরুগুয়ে ও মোহামেদ সালাহর মিশরকে তাই আগেভাগেই গ্রুপ পর্ব পার করে দিয়েছিলেন অনেকে।
তবে উদ্বোধনী ম্যাচে বিশাল জয়ে সেই হিসাব অনেকটাই পাল্টে দিয়েছে স্বাগতিক রাশিয়া। প্রথম ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট তো পেয়েছেই, সাথে পেয়েছে গোল ব্যবধানে অনেকটা এগিয়ে যাওয়ার সুবিধাও।
উদ্বোধনী ম্যাচে কখনো হারেনি স্বাগতিকেরা, এ ধারাবাহিকতায় রাশিয়ার জয়টা তাই প্রত্যাশিতই ছিল। বিশেষ করে প্রতিপক্ষ যখন সৌদি আরব, যারা কি না বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ম্যাচ জিতেছিল সেই ১৯৯৪ সালে। তবে জয়টা যে ৫-০ গোলের মতো এত বড় ব্যবধানে হবে, সেটা হয়তো ভাবতে পারেনি কেউই।
আর রাশিয়ার বিশাল এই জয়েই এবার পাল্টে যেতে পারে গ্রুপ ‘এ’ এর সমীকরণ। রাশিয়া কাল যে দলগত নৈপুণ্য দেখিয়েছে, তাতে উরুগুয়ের বিপক্ষে জয় না হোক, মিশরের বিপক্ষে জয় আদায় করে নেয়া খুবই সম্ভব। বিশেষ করে এই তথ্যটা যদি মাথায় রাখা হয়, মিশর দল অনেকটাই সালাহর উপর নির্ভরশীল, তখন রাশিয়ার কাজটাকে আরেকটূ সহজ বলেই মনে হয়।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এখনো এগিয়ে উরুগুয়েই, তবে দ্বিতীয় স্থানে থাকার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলো রাশিয়া। তবে যে কোন মুহূর্তে পাল্টে যেতে পারে বাজি। উরুগুয়েকে রুখে দিতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে তারাও। আর মিশরের বিপক্ষে কোনোভাবে জয় পেলে দ্বিতীয় পর্ব নিশ্চিত।
তবে মাত্র এক ম্যাচ শেষেই বলে দেয়া যাচ্ছে না গ্রুপ ‘এ’ থেকে কারা যাবে পরের পর্বে। সামনে যে আরও কোন চমক অপেক্ষা করছে না, সেটাই বা কে বলতে পারে! প্রথম ম্যাচে বড় জয়ে তাই গ্রুপের সমীকরণ বেশ জমিয়ে তুলেছে রাশিয়া, এমনটা বলাই যায়।
Comments