রাজধানীতে বিদেশি অস্ত্রসহ এক ব্যক্তি আটক

রাজধানীর মহাখালি বাসস্ট্যান্ডে বিদেশি অস্ত্রসহ এক ব্যক্তিকে আজ (১৫ জুন) আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর পরিদর্শক মেসবাহ উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, দুটি বিদেশি অস্ত্রসহ মোহাম্মদ আলী বাবুল (৫৭)-কে সিটিটিসি-র সদস্যরা মহাখালির এনা বাস কাউন্টারের সামনে থেকে আটক করেন।
তিনি বলেন, “পরে, বাবুলের দেওয়া তথ্য অনুযায়ী তার নেত্রকোনার বাড়ি থেকে আরও আটটি বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।”
বাবুলকে বৈধভাবে অস্ত্র বিক্রির দোকান ‘নেত্রকোনা আরমস’ এক মালিক বলে উল্লেখ করেন সিটিটিসি পরিদর্শক।
তবে, বাবুল উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদের কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি বলেও জানান সেই কর্মকর্তা।
Comments