ভবিষ্যদ্বাণী: স্পেন বনাম পর্তুগাল
বর্তমান বিশ্বের অন্যতম সেরা দল স্পেন। দারুণ ছন্দেও আছে তারা। বাছাই পর্বে ১০ ম্যাচের নয়টি জয়, অপরটি ড্র। কিন্তু হুট করে কোচ বরখাস্তের কাণ্ডে কিছুটা হলেও ব্যাক ফুটে দলটি। কিন্তু দলের খেলোয়াড়রা জ্বলে উঠলে যে কোন বাধাই অতিক্রম করতে পারে ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলটি।
অন্যদিকে স্পেনের মতো ভারসাম্যপূর্ণ দল না হলেও দলে আছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যিনি একাই ম্যাচের বাজি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন। তাই তাদের হালকা করে দেখার সুযোগ নেই কোন দলেরই। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নও তারা।
ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-
কখন ?
বাংলাদেশ সময় রাত ১২টা, শুক্রবার, ১৫ জুন
কোথায় ?
ফিশ্ট স্টেডিয়াম, সোচি
নজরে থাকবেন যারা?
নিঃসন্দেহে পর্তুগালের রোনালদো ম্যাচের সবচেয়ে বড় তারকা। পাঁচ বারের ব্যালন ডি’অর বিজয়ী। তবে দলে আছে বার্নার্দো সিলভার মতো প্রতিভাবান মিডফিল্ডার। ম্যানসিটির ঐতিহাসিক লিগ শিরোপা জয়ে দারুণ অবদান ছিল তার।
অপর দিকে স্পেনের প্রাণ ভোমরা সেই আন্দ্রেস ইনিয়েস্তা এবারও দলের সবচেয়ে বড় তারকা। ২০১০ বিশ্বকাপের ফাইনালে তার গোলেই জয় পেয়েছিলো দলটি। এছাড়া দাভিদ সিলভা, ইস্কোও আছেন নজরে। আর অধিনায়ক সার্জিও রামোস ডিফেন্সে থাকবেন প্রাচীর হয়ে।
সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল
পর্তুগাল : (৪-৪-২) রুই প্যাট্রিসিয়া, ব্রুনো আলভেজ, কেড্রিক সোয়ারেস, পেপে, রাফায়েল গুয়েরেইরো, হোয়াও মুতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেস, উইলিয়াম ক্যারাভালো, বার্নার্ডো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো ও গনসালো গুয়েডেস।
স্পেন : (৪-২-৩-১) দাভিদ দি গিয়া, সার্জিও রামোস, দানি কারবাহাল, জেরার্দ পিকে, জর্দি আলবা, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেতস, কোকে, ইস্কো, দাভিদ সিলভা, দিয়েগো কস্তা।
ভবিষ্যদ্বাণী : স্পেন ১-১ পর্তুগাল
Comments