স্পেন-পর্তুগালের ম্যাচে রোনালদোর যত রেকর্ড
মাঠে যেন নামেনই রেকর্ড করার জন্য। ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নামবেন আর রেকর্ড করবেন না, এ যেন হতেই পারে না। ব্যতিক্রম হয়নি সোচিতে স্পেনের বিপক্ষে ম্যাচেও। ম্যাচের ৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেই হয়ে গেছেন আরও একটি দুর্দান্ত রেকর্ডের মালিক।
এই নিয়ে টানা চার বিশ্বকাপে গোলের দেখা পেলেন রোনালদো, দেশের হয়ে যা রেকর্ড। এর আগে আর কোন পর্তুগীজ ফুটবলার চার বিশ্বকাপে গোল করতে পারেননি। বিশ্বকাপ ইতিহাসেই এর আগে মাত্র তিনজন খেলোয়াড় চারটি আলাদা আলাদা বিশ্বকাপে গোল করার কৃতিত্ব দেখিয়েছিলেন। এতদিন কেবল ব্রাজিলের পেলে ও জার্মানির উয়ি সিলার ও মিরোস্লাভ ক্লোজা ছিলেন অভিজাত এই তালিকায়। ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে এখন তালিকার সদস্য সংখ্যাটা দাঁড়ালো চারে।
শুধু তাই নয়, এই নিয়ে পর্তুগালের হয়ে টানা আটটি মেজর টুর্নামেন্টে গোল করার অনবদ্য রেকর্ডেরও মালিক হয়েছেন তিনি। এর আগে ফুটবল ইতিহাসের আর কোন খেলোয়াড় দেশের হয়ে টানা আটটি বড় টুর্নামেন্টে গোল করার মতো কৃতিত্ব দেখাতে পারেননি।
স্পেনের বিপক্ষে ম্যাচে মাত্র চার মিনিটের মাথায়ই জালে বল জড়িয়েছেন রোনালদো। ১৯৬৬ বিশ্বকাপের পর যা বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোল। ওই আসরে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের ১ মিনিট ৩৫ সেকেন্ডের মাথায় গোল করেছিলেন হোসে অগাস্তো।
রোনালদোর পেশাদার ক্যারিয়ারের ৫১ তম হ্যাটট্রিক এটি। অবাক করা বিষয়, রোনালদোর হ্যাটট্রিকটি বিশ্বকাপ ইতিহাসেরও ৫১ তম হ্যাটট্রিক।
রেকর্ড করেছেন আরও একটি। গতকাল রাতে হ্যাটট্রিক করার দিন রোনালদোর বয়স ছিল ৩৩ বছর ১৩০ দিন। বিশ্বকাপের মূল পর্বে রোনালদোর চেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার মতো কৃতিত্ব দেখাতে পারেননি আর কোন ফুটবলার।
যে আগুনে ফর্মে বিশ্বকাপ শুরু করেছেন, কে জানে, সামনে আরও কী কী রেকর্ড করতে চলেছেন এই রেকর্ডের বরপুত্র!
Comments