রোনালদো পেরেছেন, মেসি কি পারবেন?

ব্যাপারটা নতুন কিছু নয়। এর আগেও ফুটবল বিশ্ব এমন ঘটনার সাক্ষী হয়েছে। আগের দিন হ্যাটট্রিক করেছেন কেউ একজন, পরের দিন ঠিক হ্যাটট্রিক করেই তার জবাব দিয়েছেন আরেকজন। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি যেন মাঠে নামেনই একে অপরের বিপক্ষে গোলের দাঁড়িপাল্লায় এগিয়ে যেতে!

এবারও একই রকম চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। গত রাতে স্পেনের বিপক্ষে অসাধারণ এক হ্যাটট্রিক করেছেন রোনালদো, বলতে গেলে একাই জয় ছিনিয়ে নিয়েছেন স্পেনের কাছ থেকে। আজ মেসি মাঠে নামছেন আইসল্যান্ডের বিপক্ষে। মেসি কি পারবেন হ্যাটট্রিকের জবাব হ্যাটট্রিক দিয়েই দিতে?

তবে কাজটা অত সহজ হবে না মেসির জন্য। একে তো নিজেদের ফেভারিট দাবি করার সাহস পাচ্ছেন না নিজেরাই, তার উপর সেরা কম্বিনেশনটাও এখনো ঠিক মতো ফুটে ওঠেনি দলের খেলায়। বিশ্বকাপের আগে বাকি দলগুলো অন্তত দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেললেও আর্জেন্টিনা সুযোগ পেয়েছে মাত্র একটি ম্যাচ খেলার, তাও তুলনামূলক দুর্বল দল হাইতির বিপক্ষে।

তবে হাইতির বিপক্ষে ওই ম্যাচেই হ্যাটট্রিক করে নিজের বুটে শাণ দিয়ে রেখেছেন মেসি। আগুয়েরোর সাথে তার কম্বিনেশন নজর কেড়েছে বেশ, মেসিকে আজ সহায়তা করতে পারেন বোকা জুনিয়র্সের তরুণ প্রতিভাবান খেলোয়াড় ক্রিশ্চিয়ান পাভনও।

এদিকে প্রতিপক্ষও একেবারে সহজ নয় আর্জেন্টিনার। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসলেও আইসল্যান্ড দলটিতে আত্মবিশ্বাসের কমতি নেই। গত ইউরোতে প্রথমবার খেলতে এসেই সবাইকে চমকে দিয়ে উঠে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। ইংল্যান্ডকে হারানোর পাশাপাশি রুখে দিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকেও। আইসল্যান্ডের রক্ষণ ভাঙা তাই অতটা সহজ হবে না মেসিদের জন্য।

তবে মেসি যেদিন ছন্দে থাকেন, সেদিন বিশ্বের কোন ডিফেন্স লাইনই যে তাঁকে আটকানোর জন্য যথেষ্ট নয়, এ প্রমাণ বহুবার দিয়েছেন তিনি। আজ আরেকবার মঞ্চ প্রস্তুত, পারবেন কি মেসি?  

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

3h ago