ভবিষ্যদ্বাণী: ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া

জিদানের মতো শক্তিধর খেলোয়াড় নেই বর্তমান ফ্রান্স দলে। কিন্তু তাতে কি? এক ঝাঁক তরুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে দলটিতে। সব বিভাগেই আছে দারুণ সব খেলোয়াড়। শুধু জ্বলে ওঠার অপেক্ষা। আর তা হলে উড়েই যেতে পারে অস্ট্রেলিয়া।

জিদানের মতো শক্তিধর খেলোয়াড় নেই বর্তমান ফ্রান্স দলে। কিন্তু তাতে কি? এক ঝাঁক তরুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে দলটিতে। সব বিভাগেই আছে দারুণ সব খেলোয়াড়। শুধু জ্বলে ওঠার অপেক্ষা। আর তা হলে উড়েই যেতে পারে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার সেরা সাফল্য ২০০৬ সালের দ্বিতীয় রাউন্ড। কিন্তু সে দল থেকে অনেক দুর্বল বর্তমান দলটি। তারপরও সমীহ করতেই হবে দলটিকে।

ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-

কখন ?

বাংলাদেশ সময় বিকাল ৪টা, শনিবার, ১৬ জুন

কোথায় ?

কাজান অ্যারেনা, কাজান

নজরে থাকবেন যারা?

ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পগবা দলের প্রাণ ভোমরা। ফ্রান্সের মধ্য মাঠের কারিগর হবেন তিনি। তবে কিলিয়ান এমবেপের দিকেই থাকবে বাড়তি নজর। পিএসজিতে ধারে খেলা এ খেলোয়াড় একাই পাল্টে দিতে পারেন ম্যাচের পরিস্থিতি। মৌসুম শেষে ১৮ কোটি ইউরোতে অবশ্য পাকাপোক্ত হবেন ফ্রান্সের জায়ান্ট ক্লাবেই। এছাড়াও অ্যাটলেটিকো মাদ্রিদের আঁতোয়া গ্রিজম্যান, ওসমান ডেম্বেলেও হতে পারেন বাজির ঘোড়া।  

অপরদিকে অস্ট্রেলিয়ায় টিম কাহিল আছেন দলে। তবে ৩৮ বছর ছাড়িয়ে যাওয়া এ খেলোয়াড় নয়, দল তাকিয়ে থাকবে অ্যারন মুয়ির দিকে। মায়ের জন্ম নেদারল্যান্ডসে হওয়ায় খেলতে পারতেন ডাচ দলে। কিন্তু বেছে নিয়েছেন জন্মভূমিকে। এছাড়া টম রচিজ ও মাসিমো লুওঙ্গোরা নিজেদের সেরাটা খেলতে পারলে অঘটন অসম্ভব কিছু নয়।

সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল

ফ্রান্স : (৪-৩-৩) লরিস, পাভার্দ, ভারানে, উমতিতি, হের্নান্দেজ, তোলিসো, কান্তে, পগবা, গ্রিজম্যান, এমবেপে, ডেম্বেলে।

অস্ট্রেলিয়া : (৪-২-৩-১) রায়ান, রিসডন, সেইন্সবারি, মিলিগান, বেহিচ, মুয়ি, লোওঙ্গো, লিকি, রজিচ, ক্রুস, নাবাউট।

ভবিষ্যদ্বাণী : ফ্রান্স ৩-০ অস্ট্রেলিয়া

Comments

The Daily Star  | English
speech by Dr Yunus

Yunus to address nation at 7:30pm

Chief Adviser Professor Muhammad Yunus will address the nation at 7:30pm today

41m ago