আইসল্যান্ডকে হারানো কঠিন হবে: আর্জেন্টিনা কোচ

ম্যাচের আগের দিনই প্রথম একাদশে কারা খেলবেন তা জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ হোর্সে সাম্পাওলি। আর তাতে প্রতিপক্ষকে হেলা করার কোন বিষয় নেই বলে জানান তিনি। বরং রক্ষণাত্মক কৌশলে খেলা আইসল্যান্ডকে হারানো কঠিন হবে বলে মনে করেন আর্জেন্টিনা।
jorge Sampaoli
আর্জেন্টিনা কোচ সাম্পওলি চিন্তায় আছেন আইসল্যান্ডের রক্ষণ নিয়ে। ছবি : রয়টার্স

ম্যাচের আগের দিনই প্রথম একাদশে কারা খেলবেন তা জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ হোর্সে সাম্পাওলি। আর তাতে প্রতিপক্ষকে হেলা করার কোন বিষয় নেই বলে জানান তিনি। বরং রক্ষণাত্মক কৌশলে খেলা আইসল্যান্ডকে হারানো কঠিন হবে বলে মনে করেন আর্জেন্টিনা।

আর কয়েকঘন্টা পরই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামছে আর্জেন্টিনা। দুইবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অভিজ্ঞতায় একদম পিছিয়া। বিশ্বকাপের মতো আসরে এটাই তাদের ম্যাচ। শুক্রবার একাদশের নাম দিয়ে আইসল্যান্ডকে অবহেলা করেননি বলে জানান সাম্পওলি, বরং এত রাখঢাক করাতেই সায় নেই তার, 'আমি আপনাদের আজ জানাচ্ছি, কেননা আমরা সেরা একাদশ নিয়ে অনুশীলন করেছি এবং আমি মনে করি না, এই তথ্য গোপন রাখার দরকার আছে।”

গত ইউরো চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে রুখে দিয়েছিল আইসল্যান্ড। লিওনেল মেসিদেরও একইভাবে আটকে দেওয়ার প্রত্যয় তাদের। সেজন্য বেছে নিয়েছে রক্ষণাত্মক কৌশল। কাজটা তাই কঠিন দেখছেন সাম্পওলি, 'তারা একটা দল হয়ে খেলে। আমি নিশ্চিত, তাদের বিপক্ষে ম্যাচটা খুবই কঠিন হতে যাচ্ছে।'

'তারা নিচে নেমে রক্ষণ সামলায় এবং সম্ভবত প্রতিআক্রমণ-নির্ভর খেলবে। আইসল্যান্ডকে হারানো কঠিন হবে।'

আজেন্টিনা প্রথম একাদশ : উইলি কাবাইয়েরো, এদুয়ার্দো সালভিও, নিকোলাস ওতামেন্দি, মার্কোস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, হাভিয়ের মাসচেরানো, লুকাস বিগলিয়া, মাক্সিমিলিয়ানো মেসা, লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া ও সার্জিও আগুয়েরো।

Comments