আরেকবার অঘটন ঘটাতে পারবে সুইজারল্যান্ড?

২০১০ বিশ্বকাপটা সুইজারল্যান্ড শুরু করেছিল ফেভারিট স্পেনের মুখোমুখি হয়ে। স্পেনের সহজ জয়কেই সম্ভাব্য ফলাফল হিসেবে ভেবেছিলেন সবাই। কিন্তু ফেভারিটদের ১-০ গোলে হারিয়েই নিজেদের বিশ্বকাপ শুরু করেছিল সুইসরা। ৮ বছর পর আরেকটি বিশ্বকাপে আরেক ফেভারিট ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের টানা চতুর্থ বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে সুইজারল্যান্ড। এবারও কি পারবে আরেকটি অঘটনের জন্ম দিতে?
ব্রাজিলকে রুখে দিতে প্রস্তুত হচ্ছে সুইজারল্যান্ড।

২০১০ বিশ্বকাপটা সুইজারল্যান্ড শুরু করেছিল ফেভারিট স্পেনের মুখোমুখি হয়ে। স্পেনের সহজ জয়কেই সম্ভাব্য ফলাফল হিসেবে ভেবেছিলেন সবাই। কিন্তু ফেভারিটদের ১-০ গোলে হারিয়েই নিজেদের বিশ্বকাপ শুরু করেছিল সুইসরা। ৮ বছর পর আরেকটি বিশ্বকাপে আরেক ফেভারিট ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের টানা চতুর্থ বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে সুইজারল্যান্ড। এবারও কি পারবে আরেকটি অঘটনের জন্ম দিতে?

ইতিহাস বলছে, নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডকে হারাতে বেগ পেতে হয় প্রতিপক্ষ দলকে। গত চার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারেনি সুইজারল্যান্ড। ড্র করেছে দুইটি, আর জিতেছে দুইটিতে। বাছাইপর্বেও দুর্দান্ত খেলেছে দলটি, দশ ম্যাচের মধ্যে জয় তুলে নিয়েছিল নয়টিতেই। বিশ্বকাপের আগে আগেও বেশ ভালো ফর্ম দেখিয়েছে দলটি। মার্চে পানামাকে উড়িয়ে দিয়েছিল ৬-০ গোলে। সম্প্রতি শক্তিশালী স্পেনকে রুখে দিয়েছে ১-১ গোলে, জাপানের সাথেও জিতেছে ২- গোলে। দলটি যে বেশ ভালো অবস্থায় আছে তা তাদের ফলাফলেই পরিষ্কার।

নিঃসন্দেহে সুইজারল্যান্ডের মূল আশা ভরসার জায়গা হবেন জেরদান শাকিরি। মেজর টুর্নামেন্টে সুইজারল্যান্ডের গত ছয় গোলের পাঁচটিতেই প্রত্যক্ষ অবদান ছিল শাকিরির।

তবে সুইজারল্যান্ডের জন্য কাজটা সহজ হবে না নিশ্চিতভাবেই। প্রতিপক্ষ যে তর্কযোগ্যভাবে এবারের আসরের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল ব্রাজিল। বর্তমান কোচ তিতের অধীনে বাছাইপর্বে একটি ম্যাচও হারেনি ব্রাজিল, নিজেদের শেষ ১৮ ম্যাচের মধ্যে জিতেছে ১৬ টিতেই।

তবে সুইস কোচ ভ্লাদিমির পেতকোভিচ ব্রাজিলকে সমীহ করলেও ভয় পাচ্ছেন না একদমই। আক্রমণাত্মক খেলা খেলে তাঁর দল ব্রাজিলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলেই বিশ্বাস তাঁর, ‘আমাদের নিজেদের ভাগ্যকে নিজেদেরই আহবান করতে হবে। আর রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে সেটা সম্ভব না। আমরা জয়ের জন্যই খেলব। ড্র আমার কাছে কেবল অর্ধেক ফলাফলের সমান। আমরা সর্বোচ্চ পয়েন্টই পেতে চাই।’

এদিকে সুইস অধিনায়ক স্টেফান লিখস্টেইনার তাঁর সতীর্থদের উদ্দেশ্যে বলেছেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বলে ব্রাজিলকে বেশি সম্মান দেখানোর কিছু নেই! নিজেদের খেলার প্রতি মনোযোগ রাখতেই সবাইকে আহবান জানিয়েছেন তিনি, ‘কাদের বিপক্ষে খেলছি সেটা এত ভাবার কিছু নেই। নিজেদের খেলা নিয়েই বেশি ভাবতে হবে আমাদের। আমাদের দলটা মানসিকভাবে বেশ শক্তিশালী, আজ মাঠে সেটা প্রয়োগ করে দেখানোর পালা।’ 

Comments