আর্জেন্টিনার চাপ বাড়াতে মদ্রিচের কৌশল
অতিরিক্ত চাপে অধিকাংশ দলই কম-বেশি ভেঙে পড়ে। তাই প্রতিপক্ষকে চাপে রাখতে এ কৌশলটা প্রায়ই নিয়ে থাকেন দলগুলো। আগের দিন আইসল্যান্ডের বিপক্ষে ড্র করায় দারুণ চাপে আর্জেন্টিনা। আর সে সুযোগটা ভালো করেই নিচ্ছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। আর্জেন্টিনা যে চাপে আছে তা বারবারই মনে করিয়ে দিচ্ছেন তিনি।
আর্জেন্টাইনদের হতাশার রাতে দারুণ জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া। আফ্রিকান সুপার ঈগল নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে দলটি। সবচেয়ে বড় কথা দাপট দেখিয়েই জয় ছিনিয়ে নিয়েছে তারা। নিজ গ্রুপের খেলা হওয়ায় মেসিদের ম্যাচটি দেখারই কথা।
তাই বৃহস্পতিবার ক্রোয়েটদের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা যে বড় চাপেই থাকবে তা মনে করিয়ে দিলেন মদ্রিচ, ‘তাদের (আর্জেন্টিনা) জয়ের জন্যই খেলতে হবে এবং স্কোর করতেই হবে। যেটা তাদের জন্য অপ্রত্যাশিত। ’
এ সকল কারণেই সে ম্যাচে নিজেদের ভালো সুযোগ দেখছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক, ‘আমরা আর্জেন্টিনার বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলব। আমার বিশ্বাস সে ম্যাচ থেকে আমরা কিছু পয়েন্ট পাব। তবে এটা কঠিনই হবে।’
আইসল্যান্ডের বিপক্ষে খুব একটা গোছানো ফুটবল খেলতে পারেনি আর্জেন্টিনা। তার উপর গোল করার সুবর্ণ সুযোগ পেয়ে মিস করেছেন মেসি। পেনাল্টি থেকে গোল আদায় করতে না পারায় পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড়ই এখন খলনায়ক। তাই আর্জেন্টাইন অধিনায়ক নিজেও আছেন চাপে।
আত্মবিশ্বাসের তলানিতে থাকা আর্জেন্টিনার বিপক্ষে সুযোগটা তাই ভালো ভাবেই নিতে চাইছে ক্রোয়েটরা। তবে আর্জেন্টাইনদের শক্তি সম্পর্কে জানা আছে তাদের। তারপরও নিজেদেরই এগিয়ে রেখেছেন মদ্রিচ, ‘আর্জেন্টিনা দলে অনেক মেধাবী খেলোয়াড় আছে। কিন্তু এ জয়টি (নাইজেরিয়ার বিপক্ষে জয়) আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ওই ম্যাচে আমরাই এগিয়ে থাকব।’
Comments