জিততে পারল না ব্রাজিলও
এবারের বিশ্বকাপে সব ফেভারিটের শুরুটা যেন একই ছকে বাধা। ধুঁকতে ধুঁকতে জিতেছিল ফ্রান্স, বাকি ফেভারিট কেউই জিততে পারেনি। আগের ম্যাচেই মেক্সিকোর কাছে তো হেরেই বসেছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। সুইজারল্যান্ডের সঙ্গে সমর্থকদের হতাশ করল কাপ জেতার অন্যতম দাবিদার ব্রাজিলও।
রোববার রাতে রস্তোভে ই গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের হয়ে ২০ মিনিটে দারুণ গোল করেছিলেন ফিলিপ কৌতিনহো, ৫০ মিনিটে তা ফিরিয়ে দেন স্টিভেন জুবার। প্রথমার্ধে দারুণ খেলতে থাকা ব্রাজিল খেই হারায় বিরতির পর। আগের চারবারের মতো এবারও বিশ্বকাপের প্রথম ম্যাচে অপরাজিত থেকে যায় সুইজারল্যান্ড।
খেলার শুরুতে গুছিয়ে নিতে কিছুটা সময় নিয়েছিল ব্রাজিল। মিনিট দশেক পেরুতেই অবশ্য ফিরে পায় ছন্দ। নিচ থেকে আক্রমণ বিল্ড করে পাসের পসরায় উপরে উঠতে থাকেন নেইমার-কৌতিনহোরা। বা দিক থেকে নেইমার-কৌতিনহোর সঙ্গে যোগ দিচ্ছিলেন পাউলিনহো। প্রথমার্ধে ব্রাজিলের বেশিরভার আক্রমণও হয়েছে বা দিক থেকে। ২০ মিনিটে তেমন একটা পরিকল্পিত আক্রমণ থেকে চোখ ধাঁধানো গোল করেন ফিলিপ কৌতিনহো।
ডি বক্সের দিক ঢুকতে থাকা নেইমারের কাছ থেকে এগিয়ে যাওয়া মার্সেলো পাস পেয়ে ক্রস করেছিলেন। সেই ক্রস ক্লিয়ার করতে গিয়ে সুইস ডিফেন্ডারের হেড গিয়ে পড়ল কৌতিনহোর পায়ে। আর যায় কোথায়! লিভারপুলের হয়ে এমন জায়গা থেকে বহু গোল করেছেন। ডান পায়ের আড়াআড়ি শটে আরও একবার বল জালে জড়ান এই ফরোয়ার্ড।
বিরতির পর ঘুরে দাঁড়ায় সুইজারল্যান্ড। ৫০ মিনিটে জরদান শাকিরির কর্নার থেকে হেডে বল জালে জড়ান জুবার। যদিও হেডের আগে জুবার কাসেমিরোকে ধাক্কা দিয়েছিলেন বলে অভিযোগ জানায় ব্রাজিলিয়ানরা।
Comments