সৈয়দপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১০

সৈয়দপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও ছয় জন আহত হয়েছেন। গতরাতে ঢাকা-দিনাজপুর মহাসড়কে সৈয়দপুরের বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর হতাহতদের সৈয়দপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ডাক্তারদের শঙ্কা, নিহতের সংখ্যা বাড়তে পারে।
সৈয়দপুরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্য ডেইলি স্টারের নীলফামারী প্রতিনিধিকে জানান, রাত সোয়া ১০টার দিকে বাইপাস সড়কের ঢালাগাছি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নীলফামারী থেকে ঢাকা অভিমুখে ও পিকআপ ভ্যানটি দিনাজপুরের স্বপ্নপুরী থেকে নীলফামারীর দিকে যাচ্ছিল।
একদল তরুণ স্বপ্নপুরী পিকনিক স্পট থেকে পিকআপ ভ্যানে করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে।
Comments