গোলের আগে ফাউল করেছিল সুইজারল্যান্ড : তিতে

ক্ষোভ আড়াল করলেন না ব্রাজিল কোচ তিতে

স্পেন, পর্তুগাল পারেনি, পারেনি আর্জেন্টিনা, জার্মানিও। ফেভারিটদের মধ্যে জিতেছিল কেবল ফ্রান্স। নিজেদের প্রথম ম্যাচে নেমে দারুণ ছন্দে থাকা ব্রাজিলও খেয়েছে হোঁচট। ২০ মিনিটে ফিলিপ কৌতিনহোর গোলে এগিয়ে যাওয়ার পর  ৫০ মিনিট গোল ফেরত দেয় সুইজারল্যান্ড। তবে ব্রাজিল কোচ তিতে বলছেন, ওই গোলের আগে ফাউল করেছিলেন গোলদাতা স্টিভেন জুবার। 

রোববার রাতে রস্তোভে ই গ্রুপে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ ড্র হয় ১-১ গোলে। সুইসদের সমতায় ফেরা গোলটি নিয়েই মাঠেই তখন আপত্তি জানিয়েছিল ব্রাজিল। রেফারি তা কানে দেননি। ম্যাচ শেষে সেই প্রসঙ্গে ফিরে এসেছে আবার।

জেরদান শাকিরির কর্ণার থেকে আসা বলে মাথা ছুঁইয়ে সুইজারল্যান্ডকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন স্টিভেন জুবার। তবে তিতের দাবি, হেড করার জন্য লাফিয়ে উঠার আগে মার্কার মিরান্ডাকে পেছন থেকে ধাক্কা দিয়েছিলেন জুবার।

গোল দেয়ার আগে ভিএআর ব্যবহার করা যেত কি না, এমন প্রশ্নের জবাবে তিতে বলেছেন, ‘আমি কোন অজুহাত দাঁড় করাতে চাই না। রেফারির উপর আমরা চাপ প্রয়োগ করতে পারি না। সবকিছুই একটি নির্দিষ্ট সিস্টেমের মধ্য দিয়ে চলে। খেলাটিকে পর্যবেক্ষণ করার জন্য অনেকেই আছেন।’

‘গোলের আগ মুহূর্তে কী হয়েছিল তা পরিষ্কারভাবে দেখা গেছে। আমার খেলোয়াড়কে ধাক্কা মারা হলো, আমি আর কী ই বা বলতে পারি! ওটা পরিষ্কার ফাউল ছিল।’

‘আমি মিরান্ডার সাথে কথা বলেছিলাম। সে আমাকে বলেছে, “আমাকে ফাউল করার পর আমার মাটিতে পড়ে যাওয়া উচিত ছিল”। আমি তখন ওকে বলেছি, “কখনোই এটা করবে না। এরকমটা করলে ভণিতা করা হবে। ভণিতা করে কোন কিছু অর্জন করতে চেয়ো না।”

মিরান্ডা নিজেও বলেছেন, গোলের আগে তাকে পেছন থেকে ফাউল করেছিলেন সুইস মিডফিল্ডার। টেলিভিশন রিপ্লেতেও বারবার দেখানো হয়েছে, লাফিয়ে ওঠার আগে মিরান্ডার পিঠে হাত দিয়ে ধাক্কা দিয়েছেন জুবার।

তবে বিতর্ক একপাশে সরিয়ে রেখে নিজ দলের ফিনিশিংয়ে খুশি হতে পারেননি তিতে। সুইজারল্যান্ডের গোলমুখে মোট ২১ টি শট নিয়েছে তিতের দল, তার মধ্যে অন টার্গেট শট ছিল মাত্র পাঁচটি! বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার চাপে গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন ব্রাজিল খেলোয়াড়েরা, এমনটাও স্বীকার করেছেন ব্রাজিল কোচ, ‘আমাদের উপর অনেক চাপ ছিল। সেই চাপ সামলে ফিনিশিং করতে পারিনি আমরা। ফিনিশিং টাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা প্রচুর অফ টার্গেট শট মেরেছি। যে পরিমাণ সুযোগ তৈরি করেছি আমরা, তাতে ওদের গোলকিপারকে আরেকটু বেশি পরিশ্রম করাতে পারতাম আমরা।’ 

 

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago