বাংলাদেশি চিত্রনায়িকা অরিন এবার ভারত-রাশিয়া যৌথ চলচ্চিত্রে
বাংলাদেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অরিন এবার পা রাখতে চলেছেন ভারত-রাশিয়া যৌথ নির্মিত দুটি বাংলা চলচ্চিত্রে। দুটি ছবিরই সিংহভাগ চিত্রায়িত হবে রাশিয়ায়।
‘শর্টকাট’ চলচ্চিত্রের নির্মাতা প্রতিষ্ঠান তৃণা ফিল্মস এবং রাশিয়ার বচ্চন মুভিজ যৌথভাবে ছবি দুটিতে আট কোটি রুপি বিনিয়োগ করবে। যৌথ এই চলচ্চিত্রের গল্প এবং নির্দেশক খুব শিগগিরই চূড়ান্ত হবে। আজ (১৮ জুন) তৃণা ফিল্মের কর্ণধার তরুণ দাস দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন।
তবে এ বিষয়ে মেসেঞ্জারে যোগাযোগ করা হলে ঢাকা থেকে অভিনেত্রী অরিন দ্য ডেইলি স্টারকে জানান, “সম্প্রতি কলকাতায় এই দুটি ছবির বিষয়ে তার সঙ্গে চূড়ান্ত কথা হয়। তবে এখনও ছবি দুটিকে স্বাক্ষর করা হয়নি।”
তবে অরিনের আশা, ‘শর্টকাট’ চলচ্চিত্রের ডাবিংয়ের কাজে দ্বিতীয় বার কলকাতায় যাওয়ার পর ওই যৌথ চলচ্চিত্রের চুক্তিনামায় স্বাক্ষর করা হতে পারে।
কলকাতা, বাংলাদেশ ও রাশিয়ার অভিনেতা-অভিনেত্রীরা যৌথভাবে প্রস্তাবিত দুটি ছবিতে কাজ করার সুযোগ পাবেন। তবে এখনও পর্যন্ত বাংলাদেশি অভিনেত্রী অরিন ছাড়া অন্য অভিনেতা-অভিনেত্রীর বিষয়টি চূড়ান্ত হয়নি- দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানালেন বচ্চন মুভিজ এর কর্ণধার খুর বচ্চন সিং। তিনি বলেন, “বিষয়টি ভারতে তার সহযোগী তৃণা ফিল্মস চূড়ান্ত করবে।”
দুদিন আগে কলকাতার রাজারহাটের চিনার-পার্কে আয়োজিত চলচ্চিত্র নিয়ে যৌথ বৈঠকে দুটি চলচ্চিত্রের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সেখানে বাংলাদেশের অভিনেত্রী অরিন ছাড়াও ‘শর্টকাট’ চলচ্চিত্রের বেশ কয়েকজন কলাকুশলী, তৃণা ফিল্মস ও বচ্চন মুভিজের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লাক্স-চ্যানেল আইয়ের সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়া জগতে পা রাখা অরিন ইতিমধ্যে কলকাতার প্রখ্যাত পরিচালক নেহাল দত্তের ‘অপরাজেয়’ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।
এছাড়াও, বর্তমানে দুই বাংলার জনপ্রিয় জীবনমুখী সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্পে সুবীর মণ্ডলের নির্দেশনায় নির্মিত ‘শর্টকাট’ চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা পরমব্রতের বিপরীতেও অভিনয় করছেন অরিন। এই ছায়াছবিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, গৌতম সাহা, রেবেকাও অভিনয় করছেন।
Comments