অবশেষে ‘এ’ দলে ডাক পেলেন তুষার ইমরান
ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা বইয়ে দেওয়ার পর ‘এ’ দলে তুষার ইমরানের ডাক পাওয়া প্রত্যাশিতই ছিল। অবশেষে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজের দলে নিয়েছেন নির্বাচকরা।
সোমবার প্রথম চার দিনের ম্যাচের জন্য ঘোষণা করা হয় বাংলাদেশ ‘এ’ দল। তাতে তুষার ছাড়া পুরনোদের মধ্যে আর কেউ জায়গা পাননি। আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত নাঈম ইসলাম, শাহরিয়ার নাফীসদের রাখা হয়নি। টেস্ট দল থেকে বাদ পড়া সৌম্য সরকার আর সাব্বির রহমান আছেন এই দলে। আছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত।
বিসিএলে ভালো খেলার ফল হিসেবে ‘এ’ দলে জায়গা করে নিয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম। তবে স্কোয়াড ঘোষণা করা হলেও অধিনায়কের নাম জানায়নি বিসিবি।
শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ২৬ জুন থেকে কক্সবাজারে শুরু হবে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম চারদিনের ম্যাচ।
বাংলাদেশ 'এ' দল: সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান , জাকির হাসান, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত।
Comments