সাম্পাওলির সমালোচনায় মুখর ম্যারাডোনা

হোর্হে সাম্পাওলি যখন আর্জেন্টিনা দলের দায়িত্ব নিলেন, তখনই নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন তিনি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের কাছে পয়েন্ট খোঁয়ানোর পর আরও একবার সাম্পাওলির সমালোচনায় সরব হলেন ডিয়েগো ম্যারাডোনা। ভেনিজুয়েলার এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘এভাবে খেললে আর দেশে ফেরা হবে না সাম্পাওলির।’ ট্যাকটিকসে পরিবর্তন না আনলে দেশের মানুষ তাঁকে সাদরে বরণ করে নেবে না বলেও এক ধরনের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন ম্যারাডোনা।

২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়ানো ম্যারাডোনা আইসল্যান্ডের বিপক্ষে এমন ফলাফলে খুবই হতাশ। নিজের হতাশা গোপনও করেননি এই কিংবদন্তি, ‘এই ফল খুবই হতাশাজনক। আইসল্যান্ডের প্রত্যেক খেলোয়াড়ের উচ্চতা ৬ ফুটের বেশি এমনটা জানার পরেও আর্জেন্টিনা প্রয়োজনীয় প্রস্তুতি নেয়নি। আমার কেন যেন মনে হচ্ছে, দলের মধ্যে একটা চাপা ক্ষোভ রয়েছে।’

তবে এমন হতাশাজনক ফলাফলের জন্য খেলোয়াড়দের ঘাড়ে দোষ চাপাতে রাজি নন ম্যারাডোনা, বরং তাঁর কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে কোচ সাম্পাওলিকেই, ‘আমি খেলোয়াড়দের দোষ দিচ্ছি না। ওয়ার্ক রেট কম থাকার বিষয়ের উপর আঙুল তুলতে পারি আমি, কিন্তু আমি খেলোয়াড়দের দোষ দিতে পারি না। বিশেষ করে মেসিকে তো নয়ই। ও নিজের সবটা দিয়েই চেষ্টা করেছে।’

পেনাল্টি মিস নিয়ে অনুশোচনায় ভোগা মেসির পাশেও দাঁড়াচ্ছেন ম্যারাডোনা, ‘আমি নিজেও স্পিন দিয়ে মারতে গিয়ে পাঁচটি পেনাল্টি মিস করেছি। তারপরেও আমি ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা। আমি এটা কিছুতেই মানতে রাজি নই যে মেসির পেনাল্টি মিসের কারণেই দুই পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা।’

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী পরশু সেন্ট পিটার্সবার্গে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচেও জয় না পেলে নিশ্চিতভাবেই আরও সরব হবে ম্যারাডোনার কণ্ঠ।

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

49m ago