পেপার কাটিং

‘কলঙ্ক’-তে আহত আলিয়া ভাট

প্রায় তিন মাস পর শুটিং সেটে আবারও আহত হলেন ‘হাইওয়ে’-র অভিনেত্রী আলিয়া ভাট। সেবার তিনি আহত হয়েছিলেন বুলগেরিয়ায় পরিচালক আয়ান মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবির একটি অ্যাকশন সিকুয়েন্সের শুটিং করতে গিয়ে। এবার তিনি আঘাত পেলেন পরিচালক অভিষেক ভার্মার ‘কলঙ্ক’-এর সেটে।
alia bhatt
অভিনেত্রী আলিয়া ভাট। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

প্রায় তিন মাস পর শুটিং সেটে আবারও আহত হলেন ‘হাইওয়ে’-র অভিনেত্রী আলিয়া ভাট। সেবার তিনি আহত হয়েছিলেন বুলগেরিয়ায় পরিচালক আয়ান মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবির একটি অ্যাকশন সিকুয়েন্সের শুটিং করতে গিয়ে। এবার তিনি আঘাত পেলেন পরিচালক অভিষেক ভার্মার ‘কলঙ্ক’-এর সেটে।

ভারতীয় গণমাধ্যম মুম্বাই মিরর আজ (১৯ জুন) এক প্রতিবেদনে জানায়, পশ্চিম মুম্বাইয়ের আন্ধেরিতে গত কয়েকদিন থেকেই বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুর এবং সোনাক্ষি সিনহার সঙ্গে শুটিং করছিলেন মহেশ ভাট-কন্যা।

সে সময় সিঁড়ি দিয়ে দ্রুত উঠতে গিয়ে পায়ে ব্যথা পান এই অভিনেত্রী। তাকে শুটিং থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে। এখন তিনি পায়ে ব্যান্ডেজ নিয়ে আছেন। তবে তার আঘাতটি তেমন গুরুতর নয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, “অমিতাভ বচ্চন ও রণবীর কাপুরের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিংয়ের কাজে বেশ ব্যস্ত রয়েছেন আলিয়া। তিনি একটুও বিশ্রাম নিতে পারেননি। তার সেই শুটিংয়ের ফাঁকে কাজ করছিলেন ‘কলঙ্ক’-এ। এখন যেন তিনি একটু বিশ্রাম নেওয়া সুযোগ পেলেন!”

উল্লেখ্য, গত মার্চে বুলগেরিয়ায় শুটিং করার সময় কাঁধে ব্যথা পান আলিয়া। তখন তাকে শুটিং বন্ধ করে দেশে ফিরতে হয়েছিল।

Comments

The Daily Star  | English
VIP movements in Dhaka

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

15h ago