কোস্টারিকার বিপক্ষে অনিশ্চিত নেইমার?
পায়ের ইনজুরির পর দীর্ঘ সময় মাঠের বাইরে বসে থেকে ফিরেছিলেন নেইমার। তবে তাঁর সেই ফেরা সুখকর হয়নি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে একের পর এক ফাউলের শিকার হতে হয়েছে। তাঁকে স্বাভাবিক খেলা খেলতে না দেয়ার লক্ষ্যে অটল সুইসরা বারবার ফাউল করে তাঁর খেলার ছন্দ নষ্ট করে দিতে চেয়েছে। সেই পরিকল্পনায় তারা সফলও।
তবে সুইসদের এমন কৌশল ব্রাজিলের জন্য আরও বড় ক্ষতির কারণ হতে পারে। আগের ম্যাচ শেষেই দেখা গেছে, কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ছেন নেইমার। সদ্যই ইনজুরি থেকে ফেরা দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে তাই বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাচ্ছেন না ব্রাজিল কোচ তিতে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নেইমারকে বিশ্রাম দেয়া হতে পারে।
মূলত টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ের জন্য নেইমারকে ফিট রাখতেই শুক্রবার কোস্টারিকার বিপক্ষে তাঁকে বিশ্রামে রাখার চিন্তা করছেন তিতে। প্রথম ম্যাচের আগেই তিতে বলেছিলেন, এখনো শতভাগ ফিট নন নেইমার। কোস্টারিকার বিপক্ষে নেইমারকে খেলিয়ে তাই বড় কোন ঝুঁকি নিতে চাইছেন না সেলেসাও কোচ।,
সুইজারল্যান্ডের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেললেও নেইমার ছন্দে আছেন এমনটা মনে হয়নি। পুরো ম্যাচে মোট ১০ বার ফাউলের শিকার হতে হয়েছে তাঁকে, ১৯৯৮ বিশ্বকাপে তিউনিশিয়ার বিপক্ষে অ্যালান শিয়ারারের ১১ বার ফাউল হওয়ার ঘটনার পর যা সর্বোচ্চ।
তবে সুইজারল্যান্ড কোচ ভ্লাদিমির পেতকোভিচ জানিয়েছেন, নেইমারকে ফাউল করে খেলা তাদের কৌশলের কোন অংশ ছিল না, ‘আমরা মোটেও ওকে ফাউল করে খেলিনি। আমার ডিফেন্ডাররা বেশিরভাগ ডুয়েলই পরিষ্কারভাবে জিতেছে। নেইমারকে এভাবে নিষ্ক্রিয় রাখা গেছে ঠিকই, কিন্তু ব্রাজিল দলে নেইমার ছাড়াও আরও অনেক বিশ্বমানের ফুটবলার আছে। এটা তারা সেদিন মাঠেও দেখিয়েছে।’
আগামী শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় সেন্ট পিটার্সবার্গে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
Comments