জয়ের উপস্থাপনার জাদু

শাহরিয়ার নাজিম জয় ছোট পর্দার এক সুপরিচিত মুখ। তিনি টেলিভিশন উপস্থাপনাকে দিয়েছেন এক নতুন মাত্রা। টিভি শো ‘সেন্স অব হিউমার’-এ বিভিন্ন অঙ্গনের তারকাদের সঙ্গে জয় এমন খোলামেলা আলোচনা করেন এবং তাদেরকে এমনসব প্রশ্ন করে বসেন যা দর্শকদের আটকে রাখে পর্দার সামনে।

এই সপ্তাহের ‘আনসেন্সরড উইথ রাফি হোসেন’-এ জয় টেলিভিশন উপস্থাপনায় তার সাফল্যের রহস্য উদ্ঘাটন করেছেন। জানিয়েছেন, কেমন করে তিনি প্রচলিত প্রথা ভেঙ্গেছেন উপস্থাপনার অঙ্গনে।

Comments

The Daily Star  | English

Israel says striking Iranian security command centres

Iran vowed to defend itself a day after the US dropped bombs onto the mountain above Iran's Fordow nuclear site

1d ago