ওয়ানডেতে ইংল্যান্ডের নতুন বিশ্বরেকর্ড

৫০ ওভারের ক্রিকেটে তিনশো রানও একসময় ছিল বড় স্কোর। সেটা এখন অনেকটা ‘ডালভাত’। চারশো রানের দেখাও মিলেছে বার কয়েক। তাই বলে সাড়ে চারশো ছাড়িয়ে একদম পাঁচশো রানের কিনারে! অনেকটা ভাবনার বাইরে কাজটি করে দেখিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রান করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে তারা।
মঙ্গলবার নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধুনো করে ৬ উইকেটে ৪৮১ রানে থামে ইংল্যান্ড। আগের রেকর্ডটিও তাদের। দুই বছর আগে নটিংহ্যামের এই ট্রেন্টব্রিজ মাঠেই পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান করেছিল ইংলিশরা।
ইংলিশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নেওয়ার দিয়ে তান্ডব চালিয়েছেন জনি বেয়ারস্টো আর অ্যালেক্স হেলস। ওপেনার জেসন রয় আর অধিনায়ক ইয়ন মরগ্যানের ব্যাটও যেন ছিল আগ্রাসী তলোয়ার।
৯২ বলে ১৩৯ রান করেন বেয়ারস্টো। ৯২ বলে ১৪৭ রান আসে হেলসের ব্যাট থেকে। মরগ্যান ৩০ বলেই করেছেন ৬৭। শুরুতে সুরটে বেধে যাওয়া জেসনের ইনিংস থামে ৬১ বলে ৮২ রানে।
ইংলিশ ব্যাটসম্যানদের এমন ক্ষ্যাপাটে দিনে বোলারদের কি অবস্থা হয়েছে ভাবুন! অস্ট্রেলিয়ার আন্ড্রু টাই দিয়েছেন বরাবর ১০০ রান, জেই রিচার্ডসনের কাছ থেকে খসেছে ৯২ রান। স্টয়নিস ৮৫ রান। বাকিদের কারো অবস্থাই ভদ্রস্থ নয়।
পাহাড়সম ওই রান তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়া ২৩৯ রানে গুটিয়ে ২৪২ রানের বিশাল ব্যবধানে হেরেছে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫০ ওভারে ৪৮১/৬(রয় ৮২, বেয়ারস্টো ১৩৯, হেলস ১৪৭, বাটলার ১১, মর্গ্যান ৬৭, মইন ১১, রুট ; স্ট্যানলেক ০/৭৪, রিচার্ডসন ৩/৯২, অ্যাগার ১/৭০, টাই ০/১০০, ম্যাক্সওয়েল ০/২১, স্টয়নিস ০/৮৫, ফিঞ্চ ০/৭, শর্ট ০/২৩)
Comments