মেসির পাশে খেলতে প্রস্তুত দিবালা
তাদের দুজনের খেলার ধরন, মাঠের পজিশন অনেকটাই একই রকম। দুজনই বাঁ পায়ের খেলোয়াড় বলে ডান প্রান্তে খেলতে বেশি পছন্দ করেন। কিন্তু একই পজিশনে দুজন খেলোয়াড় খেলানোর মতো বিলাসিতা করার সুযোগ নেই আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির কাছে। লিওনেল মেসির জন্য তাই বেঞ্চে বসেই বিশ্বকাপ দেখতে হচ্ছে এবারই প্রথম বিশ্বকাপ খেলতে আসা পাওলো দিবালাকে।
বিশ্বকাপ শুরুর আগে সাম্পাওলি নিজেই বলেছিলেন, মেসি ও দিবালা এখনও একই সঙ্গে খেলার জন্য প্রস্তুত নন। কিন্তু দিবালা নিজে বলছেন, তিনি মেসির পাশে খেলতে প্রস্তুত। গতকাল এক সংবাদ সম্মেলনে জুভেন্টাসের এই তরুণ তুর্কি বলেছেন, ‘আর্জেন্টিনা কিংবা বার্সেলোনা, কোথাও লিওনেল মেসির বিকল্প হওয়ার মতো কেউ নেই। এমনকি পুরো বিশ্বেও কেউ নেই। আমার তাই মনে হয়, আমরা দুজন একসঙ্গেই খেলতে পারি।’
‘আমি কোন ফর্মেশনে দলে অবদান রাখতে পারব, সেটা আমাদের ভেবে বের করতে হবে। কারণ সবাই জানে, আমি আর মেসি একই পজিশনে খেলি। কিন্তু তবুও আমার মনে হয় আমরা দুজনই একাদশে একসঙ্গে থাকতে পারি।’
বিশ্বসেরা খেলোয়াড়কে ঠিকভাবে ব্যবহার করার তাগিদও জানিয়েছেন দিবালা, ‘আমাদের মনে রাখতে হবে, আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড় আছেন। আমাদের সেই সুবিধাটা নিতে হবে। মেসি আমাদের জন্য যেই বিশাল স্পেস তৈরি করে দেয়, সেটার সুযোগ নিতে হবে আমাদের। প্রতিপক্ষ ডিফেন্ডাররা তাঁকে মার্ক করতে গেলে যেই ফাঁকা জায়গা তৈরি হয়, সেটাকেই কাজে লাগাতে হবে আমাদের।’
আগামীকাল ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দেখা যাক, এই ম্যাচে দিবালা আর মেসিকে একসঙ্গে খেলান কি না সাম্পাওলি!
Comments