জার্মান দলে পরিবর্তনের দরকার নেই, বলছেন নয়্যার
মেক্সিকোর কাছে অপ্রত্যাশিত হারের পর সমালোচনায় বিদ্ধ হচ্ছে গোটা জার্মান দল। একাদশের অনেকের পারফরম্যান্সেই তুষ্ট নয় দলটির সমর্থকেরা। তবে মেক্সিকো ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা গোলকিপার ম্যানুয়েল নয়্যার বলছেন, সুইডেনের বিপক্ষে একাদশে কোন পরিবর্তনের দরকার নেই।
সুইডেনের কাছেও হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে মেক্সিকোর কাছে খাবি খাওয়া একাদশের উপরেই আস্থা রাখছেন নয়্যার, ‘মেক্সিকোর কাছে হারায় আমরা হতাশ ও বিদ্ধস্ত। তবে এখন আমাদের ফিরে আসার সময়। খেলোয়াড়দের উপর আমাদের আস্থা আছে, আমরা জানি তারা খুব ভালোভাবে কামব্যাক করার সামর্থ্য রাখে। আমাদের সবার এখন দায়িত্ব নিয়ে খেলার সময়, বারবার খেলোয়াড় বদল করার সময় নয়।’
প্রথম ম্যাচে হেরে যাওয়ায় সামনের প্রত্যেকটি ম্যাচই জার্মানির জন্য কার্যত ফাইনাল ম্যাচ। একটিতেও পা হড়কালে বিদায় নিতে হতে পারে টুর্নামেন্ট থেকে। নয়্যার মাথায় রাখছেন সেটিও, ‘আমাদের জন্য এখন প্রতিটি ম্যাচই ফাইনাল। কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে আমরা ফিরে আসতে পারব।’
দায়িত্ব নেয়ার জন্য সবাই প্রস্তুত বলেও জানিয়েছেন ৩২ বছর বয়সী এই বায়ার্ন গোলকিপার, ‘খেলোয়াড়েরা কেউই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে না। আমাদের কোথায় কোথায় উন্নতি করতে হবে, সে ব্যাপারে আমাদের নিজেদের ভেতর কথা হয়েছে। মেক্সিকো ম্যাচ কিংবা প্রস্তুতি ম্যাচগুলোর ফলাফল আমরা বদলাতে পারব না। এখন আমাদের শক্তিমত্তা প্রমাণের সময় এসেছে।’
‘আমি নিশ্চিত আমরা নিজেদের সেরা রুপে ফিরে আসতে পারব। আগের ম্যাচে আমাদের মধ্যে সাহস ও আত্মবিশ্বাসের অভাব ছিল। তবে সুইডেনের বিপক্ষে অন্য এক জার্মানিকেই দেখবে সবাই।’
টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে আগামী শনিবার সোচিতে সুইডিশদের মুখোমুখি হবে জার্মানরা।
Comments