রোনালদোর গোলে মরক্কোকে হারাল পর্তুগাল

ম্যাচের শুরুতেই ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হেডে এগিয়ে যায় পর্তুগাল। এরপর বাকি গল্পটা শুধুই মরক্কোর। একের পর এক আক্রমণে দিশেহারা অবস্থা পর্তুগালের। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থদের গোলের দেখা পায়নি তারা। ম্যাচের শুরুতে দেওয়া রোনালদোর গোলই পার্থক্য গড়ে দেয় ম্যাচের। ফলে ১-০ গোলের জয়ে নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

ম্যাচের শুরুতেই ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হেডে এগিয়ে যায় পর্তুগাল। এরপর বাকি গল্পটা শুধুই মরক্কোর। একের পর এক আক্রমণে দিশেহারা অবস্থা পর্তুগালের। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থদের গোলের দেখা পায়নি তারা। ম্যাচের শুরুতে দেওয়া রোনালদোর গোলই পার্থক্য গড়ে দেয় ম্যাচের। ফলে ১-০ গোলের জয়ে নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বুধবার ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। জোয়াও মুতিনহোর নেওয়া কর্নার বক্সের মধ্যে নিচু হয়ে হেড করে দেন রোনালদো। আর তাতেই বল জড়িয়ে যায় জালে। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করতে পারতেন রোনালদো। রাফায়েল গুয়েরেইরোর কাছ থেকে পাওয়া বলে কোনাকোনি শট নিয়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। কিন্তু একটুর জন্য পোস্টের বাঁ দিক দিয়ে বেরিয়ে যায়।

পরের মিনিটেই পাল্টা আক্রমণে যায় মরক্কো। বক্সের মধ্য থেকে নেয়া মেধি বেনাতিয়ার হেড ফিরিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক রুই প্যাত্রিসিও। ১৮ মিনিটে হাকিম জিয়েচের বাঁ পায়ের শট বক্সের মধ্য থেকে প্রতিহত করেন পর্তুগাল ডিফেন্ডার। পাঁচ মিনিট পর তার আরেকটি শট আটকে দেন পর্তুগাল গোলরক্ষক।

৩৯ মিনিটে দারুণ সুযোগ পায় পর্তুগাল। গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন গনক্যালো গুয়েদেস। রোনালদোর পাস থেকে তার নেওয়া শটটি ফিরিয়ে দেন মরোক্কান গোলরক্ষক এল কাজুই। প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে গোলের দারুণ একটি সুযোগ ছিল মরক্কোরও। কিন্তু বেনাতিয়া তাতে অল্পের জন্য মাথা ছুঁয়াতে ব্যর্থ হন।

বিরতির পর দারুণ গোছানো ফুটবল খেলতে থাকে মরক্কো। পর্তুগালকে একের পর এক মুহুর্মুহু আক্রমণে ব্যস্ত রেখেও গোলের দেখা পায়নি দলটি। ৫৭ মিনিটে প্রায় গোল পেয়ে যাচ্ছিল মরক্কো। কিন্তু দুর্ভাগ্য তাদের। ইউনুস বেলহান্ডার দারুণ হেড ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক।

পাঁচ মিনিট পর আবারও গোলের দারুণ সুযোগ পায় মরক্কো। কিন্তু বেনাতিয়ার নেওয়া শট লক্ষ্যে থাকেনি। ডি বক্সের সামান্য বাইরে থেকে ৬৭ মিনিটে হাকিম জিয়েচের নেওয়া ক্রস বার ঘেঁষে বাইরে চলে গেলে হতাশা বাড়ে মরোক্কানদের। ১০ মিনিট পর আবারো হতাশ হয় মরক্কো। ফ্রি কিক থেকে জিয়াচের ক্রস থেকে মেধি বেনাতিয়ার হেড সামান্য জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৮৯ মিনিটে একক প্রচেষ্টায় তিন ডিফেন্ডারকে কাটিয়ে বারে দারুণ শট নিয়েছিলেন জিয়েচ। তবে কর্নারের বিনিময়ে পর্তুগালকে সে যাত্রা রক্ষা করেন পেপে। যোগ করা সময়ে গোল করার দারুণ সুযোগ পেয়েছিল তারা। ফ্রি কিক থেকে ডি বক্সের মাঝে জটলায় বল পেয়ে যান বেনাতিয়া। কিন্তু তার শট বারের সামান্য উপর দিয়ে গেলে হতাশা বাড়ে মরোক্কানদের।  ৬০ শতাংশ বল পায়ে রেখেও হার মানতে হয় তাদের।

এ ম্যাচে জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে এলো পর্তুগাল। আর এ হারে বিশ্বকাপে প্রথম দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয় মরক্কোর। দুই ম্যাচে দুটিতেই হেরে কোন পয়েন্ট পায়নি দলটি।

Comments

The Daily Star  | English
Bangladesh Public Administration Ministry's Logo

2 deputy commissioners among 3 transferred ahead of polls

The Ministry of Public Administration today announced transfers of at least three government officials, including two deputy commissioners, ahead of the upcoming national parliamentary election

37m ago