এবার আগেভাগে একাদশ বলছেন না সাম্পাওলি

আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের একদিন আগেই ম্যাচের একাদশ ঘোষণা করে দিয়েছিলেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা প্রতিপক্ষকে দুর্বল হিসেবে বিবেচনা করে এই কাজ করেছেন কি না, সমালোচনা হয়েছিল এটি নিয়েও। যা ভেবেই করে থাকুন না কেন, ম্যাচ শেষে হয়তো আফসোস করেছেন সাম্পাওলি। আইসল্যান্ড যে তাঁর দলকে রুখে দিয়েছে প্রথম ম্যাচে। ক্রোয়েশিয়া ম্যাচের আগে তাই আর একই পথে হাঁটছেন না তিনি।  শুরুর একাদশ কী হবে, তা নিয়ে এখনই কথা বলতে নারাজ আর্জেন্টাইন কোচ।  

আগের ম্যাচের মতো এই ম্যাচের আগেও একাদশ জনসমক্ষে জানিয়ে দেবেন কি না, ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাম্পাওলি জানিয়েছেন, ‘আমি এখনই আপনাদের লাইন-আপ জানাতে পারব না, কারণ এখনও আমরা চূড়ান্ত লাইন-আপ নির্ধারণ করিনি।’

‘প্রতিপক্ষ দলের স্কোয়াডে অনেক বৈচিত্র্য আছে, বিশেষ করে আক্রমণভাগে। আমরা তাই নির্দিষ্ট একটি পরিকল্পনা নিয়ে শুরু করব, কিন্তু সেটা যেকোনো সময়ে পরিবর্তন হতে পারে।’

তবে আগের ম্যাচের একাদশে যে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে, তা সাম্পাওলির কথাতেই পরিষ্কার, ‘যেই পরিবর্তনগুলো করব সেগুলো হয়তো আমাদের সিস্টেমের পরিবর্তনকেই প্রতিফলিত করতে পারে। পরিবর্তনগুলো আমাদের দলে আরও বেশি বৈচিত্র্য ও নমনীয়তা আনবে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, রক্ষণভাগটা জমাট রাখতে হবে আমাদের। এতে করে আমাদের আক্রমণগুলো আরও বেশি ক্ষুরধার হবে। পেনাল্টি বক্সে আরও বেশি কার্যকর হওয়ার উপরে মনোযোগ দিচ্ছি আমরা।’

মেসি যে দলেই খেলুন না কেন, তাঁকে ঘিরেই পরিকল্পনা সাজান কোচ। ক্রোয়েশিয়া ম্যাচের আগে সেই ধারার ব্যতিক্রম করছেন না সাম্পাওলিও, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে মেসির জন্য পর্যাপ্ত ফাঁকা জায়গার ব্যবস্থা করে দেয়া। দল হিসেবে এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের।’

আবার মেসিকে প্রতিপক্ষরা ঘিরে ধরলে দলের বাকিদের জন্য যে ফাঁকা জায়গা তৈরি হয়, সেটি কাজে লাগানোর ব্যাপারেও পরিকল্পনা আঁটছেন সাম্পাওলি, ‘দুই বা তিনজন যদি মেসিকে ঘিরে ধরে, তাহলে দলের বাকিরা ফ্রি স্পেস পাবে। এতে করে সুযোগ তৈরি করার সম্ভাবনাও বাড়বে। আমাদের তাই এমন খেলোয়াড় দরকার, যারা এই সুযোগটা কাজে লাগাতে পারবে। আইসল্যান্ডের সাথে ম্যাচেও মেসিকে প্রচুর খেলোয়াড় ঘিরে রেখেছিল, কিন্তু আমরা সেই সুযোগ কাজে লাগাতে পারিনি।’

মেসি যদি কোন কারণে না ও পারেন, দলের বাকিরা মিলে উদ্ধার করবেন আর্জেন্টিনাকে, সেই আশাও ব্যক্ত করেছেন ৫৮ বছর বয়সী এই কোচ, ‘আমার মনে হয় গত কয়েক দিনে দলের সবার মধ্যে পরিকল্পনাটা ঠিকভাবে ঢুকিয়ে দিতে পেরেছি আমি। লিও যদি কোন কারণে নিজের প্রতিভা দেখাতে না ও পারে, আশা করছি দলের বাকিরা মিলে সেটি পুষিয়ে দিতে পারবে।’

পরের পর্বে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১২ টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Comments