মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন কন্যাসন্তানের মা হয়েছেন। ৩৭ বছর বয়সী এই প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে অকল্যান্ডের একটি হাসপাতালে প্রথম সন্তান প্রসব করেন। শিশুটির ওজন হয়েছে সাড়ে তিন কেজির একটু কম। মা ও সন্তান দুজনেই সুস্থ আছে বলে জানা গেছে।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে মা হওয়ার নজীর খুবই বিরল। জাসিন্ডা আরডার্ন এরকম দ্বিতীয় নির্বাচিত সরকারপ্রধান যিনি দায়িত্ব পালনকালে মা হলেন।
ডাক্তাররা ধারণা করেছিলেন চার দিন আগেই প্রথম সন্তানের মা হবেন জাসিন্ডা আরডার্ন। তবে আজ সকালে তাকে অকল্যান্ডের হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মা হবার খবরটি জানান। ইনস্টাগ্রামে নবজাতক ও স্বামীসহ নিজের ছবি দিয়ে লিখেছেন, মা হয়ে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করছি। হাসপাতালে কর্মরত সবাইকেই আমি ধন্যবাদ জানাই।
নতুন মা হিসেবে ছয় সপ্তাহের মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন জাসিন্ডা আরডার্ন। এ সময়ের মধ্যে তার উপ প্রধানমন্ত্রী উইনস্টন পিটার্স প্রধানমন্ত্রীর বাড়তি দায়িত্ব সামাল দিবেন।
প্রধানমন্ত্রীর দায়িত্বরত অবস্থায় মা হওয়ার বিরল ঘটনায় দেশ বিদেশ থেকে শুভকামনার বন্যায় ভাসছেন জাসিন্ডা আরডার্ন। নিজ দেশের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল টুইটারে নতুন মায়ের প্রতি শুভকামনা জানিয়েছেন।
সূত্র: বিবিসি
Comments