রোনালদোর কারণে চাপে মেসি?

বিশ্বকাপের আগে দুজনেই ছিলেন সেরা ছন্দে। ক্লাব ফুটবল মাতানো দুই রাজা লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বকাপেও তৈরি করবেন আকর্ষণীয় দ্বৈরথ, এমনটা প্রত্যাশা ছিল সমর্থকদের। সেই লড়াইয়ে রোনালদো প্রথম দুই ম্যাচেই বেশ খানিকটা এগিয়ে গেছেন। প্রথম ম্যাচে পেনাল্টি মিস করার হতাশায় পড়া মেসির উপর তাই বাড়তি চাপ থাকা অস্বাভাবিক নয়।
রোনালদোর কারণে চাপে মেসি
মেসির কাছে বড় কিছু চায় সমর্থকরা। ছবিঃ রয়টার্স

বিশ্বকাপের আগে দুজনেই ছিলেন সেরা ছন্দে। ক্লাব ফুটবল মাতানো দুই রাজা লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বকাপেও তৈরি করবেন আকর্ষণীয় দ্বৈরথ, এমনটা প্রত্যাশা ছিল সমর্থকদের। সেই লড়াইয়ে রোনালদো প্রথম দুই ম্যাচেই বেশ খানিকটা এগিয়ে গেছেন। প্রথম ম্যাচে পেনাল্টি মিস করার হতাশায় পড়া মেসির উপর তাই বাড়তি চাপ থাকা অস্বাভাবিক নয়।  

এখনো পর্যন্ত যা অবস্থা, তাতে গোলের লড়াইয়ে একতরফাভাবে এগিয়ে গেছেন রোনালদো। রোনালদোর এটি চতুর্থ বিশ্বকাপ। আগের তিন বিশ্বকাপে যেখানে গোল করেছিলেন সর্বসাকুল্যে তিনটি, সেখানে এবারের আসরে দুই ম্যাচ খেলেই গোল করে ফেলেছেন চারটি! এর মধ্যে করে ফেলেছেন একটি হ্যাটট্রিকও, যেখানে বিশ্বকাপের আসরে মেসির নেই কোন হ্যাটট্রিক।

অপরদিকে প্রথম ম্যাচে পেনাল্টি মিস করার পর থেকেই চাপ বাড়ছে মেসির উপর। ক্লাব ফুটবলের মেসিকে জাতীয় দলে পাওয়া যায় না বলে পুরনো সমালোচনার ঢেউও সরব।

মেসির এইসব সমালোচনায় জ্বালানি দিচ্ছে শ্রেষ্ঠত্বের জায়গা নিয়ে তার চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো দুই ম্যাচেই চার গোল করার পর। তবে মেসির উপর জেঁকে বসা এই চাপ কাটাতে প্রস্তুত তাঁর সতীর্থরা। জুভেন্টাসের তরুণ আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা যেমন বলছেন, মেসিকে চাপমুক্ত রাখতে সম্ভাব্য সবকিছুই করবেন তাঁরা, ‘আমরা সবাই তাঁর পাশে আছি। মেসি নিজেও জানে, যেকোনো মুহূর্তে আমাদের থেকে সব ধরনের সহায়তা পাবে সে।’

‘তাঁকে প্রতি মুহূর্তে সাহায্য করার জন্যই আমরা এখানে এসেছি। এবং আমরা অবশ্যই তাঁকে সেই সাহায্যটুকু করব।’

চাপ কাটানোর জন্য আজই সম্ভাব্য সেরা উপলক্ষ মেসির সামনে। আন্তর্জাতিক ম্যাচে নিজের প্রথম গোলের দেখা পেয়েছিলেন এই ক্রোয়েশিয়ার বিপক্ষেই। দলের সবচেয়ে প্রয়োজনের সময়ে আজ কি আবার স্কোরশীটে নাম তুলতে পারবেন সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড়? 

Comments

The Daily Star  | English

Govt fixes chicken, egg prices

Sonali chicken Tk 269.54, broiler Tk 179.59, egg Tk 11.87

45m ago